মিতা নন্দী, ঝাড়গ্রাম: জঙ্গলঘেরা ক্যানেলের রাস্তায় ফের দলমার দলছুট দাঁতালের হামলা। এবার লক্ষ্য মোটর সাইকেল আর বাইসাইকেল। শুক্রবার হামলার হাত থেকে বাদ যায়নি বনবিভাগের নজরদারির গাড়ি ঐরাবত। খড়্গপুর বনবিভাগের কলাইকুন্ডা ফরেস্ট রেঞ্জের জটিয়ার ক্যানেল রাস্তায় ঘটেছে এ ঘটনা। রাস্তার পাশের জঙ্গল থেকে লাল মোরামের ক্যানেলের পথে উঠে আসে একটি দাঁতাল। সেই সময় ওই পথ দিয়ে মোটরসাইকেল ও সাইকেল আরোহীরা যেতে গিয়ে হাতি দেখে সব ছেড়ে দিয়ে প্রাণ বাঁচাতে সরে পড়ে। দলছুট দাঁতাল নিজের মেজাজে বেরিয়ে এসে পরপর পা দিয়ে ক্ষতিগ্রস্ত করে বাইক আর বাইসাইকেলগুলিকে।
আরও পড়ুন-আজ নেরোকার সামনে মহামেডান
শুক্রবার মানিকপাড়া ফরেস্ট রেঞ্জের কলসিভাঙার জঙ্গলপথে সাধারণ মানুষকে সচেতন করতে গিয়ে দলছুট দাঁতাল হাতির হামলায় পড়ে বন দফতরের ঐরাবত গাড়ি। এর আগে জামবনি, নয়াগ্রামের রাস্তায় যাত্রীবোঝাই বাসকে তাড়া করেছে দলছুট দাঁতাল। রাস্তায় পণ্যবোঝাই লরি আটকে চাল, গমের বস্তা টেনে নামিয়ে খেয়েছে দলমার হাতিরা। পিক আপ ভ্যান উল্টে দিয়েছে খাবারের সন্ধানে। এবার খাবার না পেয়ে ভেঙে দিল জঙ্গল লাগোয়া জটিয়ার ক্যানেল পাড়ের রাস্তায় চলা একটি মোটরবাইক ও তিনটি বাইসাইকেল। এদিন শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে জটিয়া হরিয়াতাড়া পোড়াডিহা ইত্যাদি এলাকায় ঘুরে বেড়াচ্ছে প্রায় ১২টি হাতির পাল।
আরও পড়ুন-জিহ্বায় দাও লাগাম
ওদিকে কংসাবতীর ওদিকে চাঁদড়া ও লালগড় ফরেস্ট রেঞ্জ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরও প্রায় ৪০টি হাতি। জামবনির চিংড়া ফরেস্ট বিটের শঙ্করবনি এলাকায় রয়েছে আরও প্রায় ৩০টি হাতির পাল। মাধ্যমিক শেষ হয়েছে সামনে উচ্চমাধ্যমিক পরীক্ষা রয়েছে। বনবিভাগের কর্মীদের নিয়ে জঙ্গল আচ্ছাদিত রাস্তায় পরীক্ষার্থীদের ঠিকভাবে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য পরিকল্পনা চলছে। এদিকে এই সময় মাঠে সেভাবে ফসল নেই তাই পরিকল্পনা চলছে হাতিদের গভীর জঙ্গলে তাড়িয়ে নিয়ে যাওয়ার বলে বনবিভাগের একটি সূত্র থেকে জানা যায়।