লাইনে হাতি, বাঁচাল চালক

রেললাইনের ওপরে চলে এসেছিল হাতি, চালকের তৎপরতায় রক্ষা পেল।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি: রেললাইনের ওপরে চলে এসেছিল হাতি, চালকের তৎপরতায় রক্ষা পেল। প্রতিদিনের মতো বুধবার ও ডুয়ার্সের সেভক-গুলমা রেললাইন ধরে যাচ্ছিল আপ শিলিগুড়ি-আলিপুরদুয়ার ইন্টারসিটি এক্সপ্রেস। সন্ধে ৫টা ৩৫ মিনিট নাগাদ সেভক-গুলমার মাঝে আচমকাই একটি হাতি লাইনের ওপর চলে আসে।

আরও পড়ুন-ভাঙাচোরা রাস্তা মেরামত করলেন তৃণমূলকর্মীরাই

চালক আর আর কুমার ও সহকারী চালক সৈকত কুণ্ডু হাতিটিকে লাইন পেরোতে দেখে ব্রেক কষে ট্রেনের গতি কমিয়ে দেন। ফলে রক্ষা পায় হাতিটি। এর আগেও একাধিকবার রেললাইনের ওপর হাতি চলে এসেছিল। হাতির মৃত্যুতে ট্রেনের ইঞ্জিন দুমড়ে-মুচড়ে যাওয়ার ঘটনা পর্যন্ত ঘটেছিল। তবে পরবর্তীতে রেল ও রাজ্যের বন দফতর দুর্ঘটনা ও বন্যপ্রাণীর মৃত্যু রুখতে একাধিকবার বৈঠক করেছিল। এরপর বনাঞ্চল লাগোয়া এলাকায় ট্রেনের গতি কমিয়ে দেওয়া-সহ একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়। এরপর থেকেই রেললাইনে দুর্ঘটনা ঘটছে না, ফলে রক্ষা পাচ্ছে বন্যপ্রাণীগুলো।

Latest article