প্রতিবেদন : ঝাড়গ্রাম ব্লকের বালিভাষা এলাকায় প্রায় ২০টি হাতির তাণ্ডবে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। শুক্রবার রাতভর চাষের জমিতে খাবারের সন্ধানে দাপিয়ে বেড়ায় এই হাতির দলটি। ফলে আতঙ্কে ঘুম উড়েছে এলাকার চাষিদের। তবে বন দফতরের তরফে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রামবাসীদের সতর্ক করার পাশাপাশি হাতির যাত্রাপথে বাধা দিতে নিষেধ করা হয়েছে। হাতির তাণ্ডবে যেখানে ফসলের ক্ষতি হচ্ছে, সেই ক্ষতিপূরণ যাতে চাষিরা পান বন দফতরের তরফে সেই আশ্বাসও দেওয়া হয়েছে।
আরও পড়ুন-সব চরিত্র কাল্পনিক নয়
প্রতিনিয়ত যেভাবে হাতির হামলার ঘটনা বাড়ছে, তাতে দিশাহারা গ্রামের মানুষজন। কখনও খাবারের সন্ধানে এলাকায় ঢুকে বাড়িঘর ভাঙছে, কখনও হাতির আক্রমণে মানুষের প্রাণ যাচ্ছে। শুধু বালিভাষা নয়, জেলার বিভিন্ন এলাকায় খাবারের সন্ধানে হাতির দল ঢুকে ফসল ও ঘরবাড়ির ক্ষতি করছে। ফলে চরম সমস্যায় পড়েছেন এলাকাবাসী। অনেকের অভিযোগ, যেভাবে হাতির দল খাবারের সন্ধানে চাষের জমিতে তাণ্ডব চালিয়ে যাচ্ছে তাতে মাঠের ফসল মাঠেই নষ্ট হতে বসেছে। যদি এরকম চলতে থাকে তাহলে ধারদেনা কীভাবে শোধ হবে এবং কীভাবে সংসার চলবে তা নিয়ে দিশাহারা মানুষ। ওই এলাকা থেকে হাতির দলকে অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁরা বন দফতরকে জানিয়েছেন।