তাজমহল দেখে মুগ্ধ হয়েছিলেন ট্যুইটারের কর্তা এলন মাস্ক। নিজের করা একটি ট্যুইটকে মঙ্গলবার রিট্যুইট করেছেন মাস্ক। সেখানেই তিনি লিখেছেন, ২০০৭ সালে ভারত সফরে এসে তাজমহল দেখতে গিয়েছিলাম। দুর্দান্ত এক অভিজ্ঞতা। সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল দেখার অভিজ্ঞতা ভোলার নয়। ট্যুইটার কেনার পর মাস্কের যে কোনও মন্তব্য অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে সারা দুনিয়া।
আরও পড়ুন-আবহাওয়ার বদল, ভয়ঙ্কর দিন আসছে পাঁচ বছরেই
অনেকেই মনে করছেন, ভারতের বিশাল বাজারকেই পাখির চোখ করেছেন মাস্ক। সম্ভবত শীঘ্রই তিনি ভারত সফরে আসবেন। সে কারণে তাজমহল নিয়ে তাঁর মুগ্ধতা প্রকাশ। আবার কেউ কেউ পাল্টা ট্যুইট করে রসিকতাও করেছেন। তাঁরা বলেছেন, এবার কি আপনি তাজমহলও কিনে নেবেন? ইলেকট্রনিক্স গাড়ি তৈরিতে ইতিমধ্যেই গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে মাস্কের সংস্থা টেসলা। তাই ভারতের বাজার ধরতে মরিয়া হয়ে উঠেছেন মাস্ক।