এক বছর আগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) নিষিদ্ধ করেছিল ট্যুইটার (Twitter)। কিন্তু ট্যুইটারের নতুন মালিক এলন মাস্ক (Elon Musk) এক অনুষ্ঠানে বললেন, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের উপর চাপানো নিষেধাজ্ঞা তিনি প্রত্যাহার করে নেবেন। এখানেই শেষ নয়, মাস্ক (Elon Musk) বলেন ট্রাম্পের (Donald Trump) উপর নিষেধাজ্ঞা শুধু অনৈতিক নয়, নির্বুদ্ধিতার এক বড় উদাহরণ। মাস্কের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ট্যুইটারের প্রাক্তন সিইও জ্যাক ডরসি। যদিও ২০২১ সালে ডরসির আমলেই ট্রাম্পের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ডরসি আরও বলেন, ট্যুইটার আরও অনেকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সংস্থার উচিত, প্রতিটি সিদ্ধান্ত বিবেচনা করে দেখা। কারণ কারও উপর চিরকাল নিষেধাজ্ঞা জারি করে রাখার সিদ্ধান্ত আদৌ ঠিক নয়। এতে সংস্থারই ক্ষতি।
আরও পড়ুন: মৃত সাংবাদিক