মাস্কের ফতোয়া

Must read

প্রতিবেদন : এলন মাস্ককে (Elon Musk) নিয়ে বিতর্কের শেষ নেই। ট্যুইটার কেনা নিয়ে জলঘোলা, স্পেসএক্সের মহিলা বিমানসেবিকার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ এখনও শিরোনামে। তারই মধ্যে ফের এলন মাস্ক (Elon Musk) নতুন ফতোয়া জারি করে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন। তাঁর হাইএন্ড বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী সংস্থা টেসলার কর্মীদের তিনি একটি চিঠি দিয়েছেন। তাতে স্পষ্ট নির্দেশ, এবার থেকে অফিসে এসেই কাজ করতে হবে। যাঁরা করবেন না, তাঁদের চাকরি ছেড়ে দিতে হবে। অতিমারিকালে ওয়র্ক ফ্রম হোম নীতির প্রচলন করেছে প্রায় সব সংস্থাই। টেসলাও তার ব্যতিক্রম ছিল না। কিন্তু এখন কোভিডে লাগাম এলেও বহু সংস্থা বাড়ি থেকে কাজের রেওয়াজ বজায় রেখেছে। মাস্ক এই রেওজাই ভাঙতে চাইছেন। তাঁর দাবি, অনেক হয়েছে, এবার অফিসে এসে সশরীরে সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করতে হবে। যাঁদের এই নিয়ে আপত্তি থাকবে, তাঁরা অন্য চাকরি খুঁজে নিতে পারেন।

আরও পড়ুন:  অসমবাসীর স্বর হয়ে উঠবে তৃণমূলই

Latest article