মুম্বই বিমানবন্দর ও তাজ হোটেল উড়িয়ে দেওয়ার হুমকি ই-মেইল

Must read

প্রতিবেদন : মুম্বই নগরীতে নাশকতা চালানোর হুমকি দিয়ে ই-মেইল (Email Threats) পাঠানো হল। শনিবার সকালে মুম্বই পুলিশের কাছে একটি ই-মেইল (Email Threats) পাঠানো হয়। সেখানে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এছাড়া তাজ হোটেল-সহ বি-টাউনের আরও কয়েকটি বিলাসবহুল হোটেলও উড়িয়ে দেওয়া হবে বলে ই-মেইলে উল্লেখ করা হয়েছে। এরপরই সতর্কতা জারি করা হয় মুম্বইয়ে। আফজল গুরুর ফাঁসির প্রতিবাদে এদিন সকালে মুম্বই বিমানবন্দরে অফিসিয়াল আইডিতে হুমকি ই-মেইল করা হয় বলে জানানো হয়েছে। কারা এই ঘটনা ঘটিয়েছে, এখনও পর্যন্ত তা স্পষ্ট নয়। এর আগে মঙ্গলবার মুম্বইয়ে বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে একটি মেইল করা হয়েছিল। বুধবার পর্যন্ত মহারাষ্ট্র পুলিশ সতর্কতা জারি করে। ই-মেইলটি কোনও প্র্যাঙ্কস্টার পাঠিয়েছে নাকি ইচ্ছাকৃতভাবে আতঙ্ক ছড়ানোর চেষ্টা, তা নিয়ে তদন্ত শুরু হয়। তার চারদিনের মাথায় শনিবার ফের হুমকি ই-মেইল পেল মুম্বই পুলিশ। এরপরই নিরাপত্তা বাড়ানো হয়েছে বিমানবন্দর ও হোটেলগুলির। দফায় দফায় তল্লাশি চলছে। এদিকে শনিবারই দুই স্লিপার সেল সদস্যকে মুম্বই বিমানবন্দরের ব্যুরো অফ ইমিগ্রেশন গ্রেফতার করেছে। তারা আইএসআইএস-এর স্লিপার সেলের সদস্য বলে দাবি এনআইএ-র। ধৃতদের নাম আবদুল্লা ফাইয়াজ শেখ ওরফে ডাইপারওয়ালা এবং তালহা খান।

আরও পড়ুন- ছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন সাজা বারাসত আদালতে

Latest article