জাতীয়

চণ্ডীগড়ে জরুরি অবতরণ, ইন্ডিগোর বিমানে অব্যবস্থায় যাত্রীদুর্ভোগ চরমে

প্রতিবেদন : ফের চরম দুর্ভোগের মুখে পড়লেন ইন্ডিগো উড়ানের যাত্রীরা। খারাপ আবহাওয়ার মধ্যে কম জ্বালানির জেরে অন্যত্র অবতরণ করাতে হল বিমান। ইন্ডিগোর বিমানটি দিল্লি যাওয়ার কথা থাকলেও চণ্ডীগড়ে জরুরি অবতরণ করাতে বাধ্য হন পাইলট। সূত্রের খবর, খারাপ আবহাওয়া ও কম জ্বালানির কারণে ঝুঁকি না নিয়ে বিমানটিকে চণ্ডীগড়ে নামানো হয়। এদিকে জরুরি অবতরণের পর বিমানের ভয়াবহ অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন যাত্রীরা। যদিও ইন্ডিগোর তরফে এখনও এই ঘটনা সম্পর্কে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন-তৃণমূলের ১০ তিরে বিদ্ধ গেরুয়া শিবির, মোদির জুমলার জবাব ডেরেকের

ইতিমধ্যেই এই ঘটনায় বিমান কর্তৃপক্ষের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে। যাত্রীদের অভিযোগ, শনিবার বিকেল ৩টে ২৫-এ অযোধ্যা বিমানবন্দর থেকে রওনা দেয় ইন্ডিগোর ৬ই-২৭০২ বিমানটি। বিকেল সাড়ে ৪টে নাগাদ দিল্লিতে নামার কথা ছিল সেটির। কিন্তু খারাপ আবহাওয়ার আঁচ পেয়েও কেন বিমান কর্তৃপক্ষ মাত্র দু’মিনিটের জ্বালানি বাকি থাকতে যাত্রীদের চণ্ডীগড় বিমানবন্দরে নিয়ে গিয়ে নামালেন তা নিয়ে উঠছে প্রশ্ন। যাত্রীদের অভিযোগ, আর একটু দেরি হলেই বড়সড় বিপদ ঘটতে পারত।
এদিকে সোশ্যাল মিডিয়ায় এক যাত্রী নিজের চরম দুর্ভোগের কথা জানিয়ে লিখেছেন, দিল্লিতে নামার ১৫ মিনিট আগে পাইলট এসে তাঁদের জানান, দিল্লিতে খারাপ আবহাওয়ার কারণে বিমান নামানো যাচ্ছে না। বাকি আছে ৪৫ মিনিটের জ্বালানি। এরপর বিমানটিকে দু’বার দিল্লিতে অবতরণের চেষ্টা করা হয়। যাত্রীর অভিযোগ, দিল্লিতে বিমান নামানোর ব্যর্থ চেষ্টা করে সময় নষ্ট করেছেন পাইলট। পরে ওই বিমানটিকে নিকটবর্তী অন্য বিমানবন্দরে জরুরি অবতরণ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তাতেও বেশ খানিকটা সময় নষ্ট হয়। বিকেল সাড়ে ৫টা নাগাদ যাত্রীদের জানানো হয়, বিমানটিকে চণ্ডীগড়ে অবতরণ করানো হবে। কিন্তু খারাপ আবহাওয়ার ঘোষণার পর বহুক্ষণ আকাশে চক্কর কেটে শেষমেশ বিমানটি চণ্ডীগড়ের মাটিতে অবতরণ করে। ঘটনায় ইন্ডিগো কতৃপক্ষকে কাঠগড়ায় তুলে ডিজিসিএ এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী যাত্রী। বিমান চালানোর যাবতীয় নিয়ম ঠিকভাবে মানা হয়েছিল কি না, সে বিষয়ে যথাযথ তদন্তের দাবি উঠেছে।

Jago Bangla

Recent Posts

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

39 seconds ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

9 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

15 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

24 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

59 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

1 hour ago