মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্যামোকাবিলায় জরুরি বৈঠক

উত্তরবঙ্গ বিপুল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত। সিকিম, ভুটান থেকে আসা নদীগুলিও বিপদ বাড়াচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতিতে নজর রাখছেন।

Must read

সংবাদদাতা, কোচবিহার: উত্তরবঙ্গ বিপুল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত। সিকিম, ভুটান থেকে আসা নদীগুলিও বিপদ বাড়াচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতিতে নজর রাখছেন। পাশাপাশি জেলা প্রশাসনকেও মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বন্যা মোকাবিলায় জরুরি বৈঠকের। সেই নির্দেশমতোই কোচবিহারে উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক হল। শনিবার রাত থেকে বৃষ্টিতে উত্তরবঙ্গ-সহ কোচবিহারে বন্যা-পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে তোর্সা নদীতে জারি হয়েছে লাল সর্তকতা। কোচবিহার শহর জলমগ্ন। এই পরিস্থিতিতে জরুরিভিত্তিক বৈঠক হয় জেলাশাসকের অফিসে। রবিবার বিকেলে জেলাশাসকের কনফারেন্স রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন-পর্যটকদের ফেরাতে তৎপর প্রশাসন! শিলিগুড়ি থেকে চালু স্পেশাল বাস

এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, কোচবিহার লোকসভা কেন্দ্রে সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি তথা কোচবিহার মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দে ভৌমিক, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ-সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা। ছিলেন জেলাশাসক অরবিন্দকুমার মিনা, পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। নদীগুলির জল বাড়ায় জেলার অবস্থা নিয়ে বৈঠকে পর্যালোচনা হয়। নদীতে নেমে কাঠ সংগ্রহ, মাছ ধরা নিয়ে সতর্কতার কথা জানানো হয়েছে। এদিন তোর্সা নদী লাগোয়া বাসিন্দাদের সঙ্গে দেখা করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ ও মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির জনপ্রতিনিধি অভিজিৎ দে ভৌমিক।
এছাড়াও তোর্সা নদীর জল বাড়ায় ক্ষতিগ্রস্ত এলাকায় যান উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ও কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, পার্থপ্রতিম রায় প্রমুখ।

Latest article