আই লিগ নিয়ে আজ জরুরি সভা

এবার চুক্তি-জটে সবটাই ঝুলে। প্রশ্ন উঠছে, আই লিগের স্বত্ব ফেডারেশনের। তাহলে সেটা সময়ে কেন শুরু করতে পারছে না?

Must read

প্রতিবেদন: সুপ্রিম কোর্টের রায়ের পরেও ভারতীয় ফুটবল নিয়ে এখনও অচলাবস্থা পুরোপুরি কাটেনি। আইএসএলের নতুন বাণিজ্যিক স্বত্ত্বের জন্য এখনও দরপত্র আহ্বান করতে পারেনি এআইএফএফ। সুপ্রিম কোর্ট অনুমোদিত সংশোধিত গঠনতন্ত্র কার্যকর করার জন্য আগামী ১২ অক্টোবর বিশেষ সাধারণ সভা বৈঠক ডেকেছে ফেডারেশন। ফিফার শাস্তি এড়াতে ৩০ অক্টোবরের চূড়ান্ত সময়সীমার মধ্যে গঠনতন্ত্র কার্যকর করাটাও জরুরি। সেই বৈঠকের পরেই দরপত্র ছাড়ার ব্যাপারটা চূড়ান্ত হতে পারে বলে দিল্লি থেকে ফোনে জানালেন ফেডারেশন সচিব এম সত্যনারায়ণ। তবে আই লিগ নিয়ে আশার আলো দেখছে ক্লাবগুলি। সোমবার লিগের দলগুলিকে নিয়ে জরুরি ভার্চুয়াল মিটিং ডেকেছে ফেডারেশন।

আরও পড়ুন-একটানা বৃষ্টি, ভুটান-সিকিমের নদীর জলে প্লাবিত উত্তর, ভেসে গেল জলদাপাড়ার গন্ডার-সহ বহু বন্যপ্রাণী

আজকের বৈঠকে থাকবে আই লিগে এবার বাংলার একমাত্র প্রতিনিধি ডায়মন্ড হারবার এফসি। সব দলগুলিকেই মিটিংয়ের লিঙ্ক পাঠিয়ে দেওয়া হয়েছে। ডায়মন্ড হারবারের ভাইস প্রেসিডেন্ট আকাশ বন্দ্যোপাধ্যায় বললেন, ফেডারেশন কী বলছে আগে আমরা শুনব। তারপর আমাদের বক্তব্য জানাতে পারি। ডায়মন্ড হারবারের মতো বাকি ক্লাবগুলিও তাকিয়ে সোমবারের সভার দিকে। অন্যবার আইএসএল শুরু হয়ে যায় সেপ্টেম্বরে। আই লিগ অক্টোবরের শেষে। এবার চুক্তি-জটে সবটাই ঝুলে। প্রশ্ন উঠছে, আই লিগের স্বত্ব ফেডারেশনের। তাহলে সেটা সময়ে কেন শুরু করতে পারছে না?

Latest article