প্রতিবেদন : পেট্রোল-ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধি। যার জেরে চরম বেকায়দায় গণপরিবহণ। উঠছে ভাড়া বৃদ্ধির দাবি। কিন্তু আমজনতার ওপর নতুন করে বোঝা চাপাতে নারাজ রাজ্য সরকার। এরই মধ্যে উবেরের মতো অ্যাপ ক্যাব সংস্থাগুলি একতরফা ভাবে ভাড়া বাড়িয়ে দিয়েছে। সবমিলিয়ে সমস্যা মেটাতে আজ বুধবার রাজ্যের বেসরকারি অ্যাপ ক্যাব ও লাক্সারি ট্যাক্সি সংগঠনগুলির সঙ্গে জরুরি বৈঠকে বসতে চলেছেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম।
আরও পড়ুন-ডিকে-শাহবাজে মাত রাজস্থান
বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থাগুলি নিয়ে সমস্যা রয়েছে প্রথম থেকেই। যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া নেওয়া-সহ একাধিক অভিযোগ রয়েছে সংস্থাগুলির বিরুদ্ধে। যাত্রীদের পাশাপাশি সংস্থাগুলির বিরুদ্ধে চালকদেরও অনেক অভিযোগ রয়েছে। ফলে ভুগতে হচ্ছে যাত্রীদের। গাড়িতে এসি চালানো নিয়ে সাম্প্রতিককালে বারবার যাত্রীদের সঙ্গে বচসায় জড়িয়েছেন চালকরা। এই পরিস্থিতিতে বুধবারের বৈঠকের দিকে তাকিয়ে সবাই। পরিবহণমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে যোগ দেবেন লাক্সারি ট্যাক্সি অ্যাসোসিয়েশন, ক্যাব অপারেটরদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটার্স গিল্ডের মতো সংগঠনগুলির প্রতিনিধিরা।