প্রবল কম্পনের মধ্যেই হল জরুরি অস্ত্রোপচার

Must read

প্রতিবেদন : জরুরি অস্ত্রোপচার চলছিল। এ সময় আচমকাই দুলে উঠল গোটা হাসপাতাল। দুলে উঠল অপারেশন থিয়েটার। অপারেশন থিয়েটারের টেবিলে রাখা যন্ত্রপাতিগুলি থর থর করে কাঁপছিল। হঠাৎই নিভে গেল আলো। অস্ত্রোপচার তখন মাঝপথে। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। একদিকে ভূকম্পনের তীব্র আতঙ্ক, অন্যদিকে বিদ্যুৎবিভ্রাট— এই দুই পরিস্থিতির মোকাবিলা করে সফল অস্ত্রোপচার করলেন চিকিৎসকরা। ইতিমধ্যেই এই অপারেশনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে এক চিকিৎসককে বলতে শোনা গিয়েছে, বাচ্চাকে সামলে রাখুন, বাচ্চার যেন কোনও ক্ষতি না হয়। ভিডিওটি জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) অনন্তনাগের (Anantnag) মুখ্য স্বাস্থ্য আধিকারিকের ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। ওই ট্যুইটারে জানানো হয়েছে, ঘটনাটি অনন্তনাগের (Anantnag) বিজবেহরার সদর হাসপাতালের। মঙ্গলবার রাতে দিল্লি-সহ গোটা উত্তর ভারত কেঁপে উঠেছিল। কম্পন অনুভূত হয় জম্মু-কাশ্মীরের বহু জায়গায়। তার মধ্যে অনন্তনাগও ছিল। কম্পনের সময়েই বিজবেহরার ওই সরকারি হাসপাতালে এক প্রসূতির অস্ত্রোপচার চলছিল। কম্পনের জেরে আচমকাই গোটা অপারেশন থিয়েটার দুলতে শুরু করে। টেবিলে রাখা ছুরি-কাঁচিও কেঁপে ওঠে। এরই মধ্যে চলে যায় বিদ্যুৎ। কিন্তু অস্ত্রোপচার তখন মাঝপথে। রোগী এবং তাঁর সদ্যোজাত সন্তানের জীবনসংকট হতে পারে এই আশঙ্কা করে ভূমিকম্প উপেক্ষা করেও কোনওরকমে অস্ত্রোপচার চালিয়ে যান চিকিৎসকেরা।

আরও পড়ুন: পুরুষতান্ত্রিক মন্তব্য না করার পরামর্শ দিল শীর্ষ আদালত

Latest article