আচমকা বুকের ব্যথা নিয়ে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে (Apollo Hospital) ভর্তি হলেন বিশিষ্ট সংগীতশিল্পী সংগীত পরিচালক এ আর রহমান। আজ অর্থাৎ রবিবার সকাল ৭:৩০ নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা সবরকম স্বাস্থ্যপরীক্ষা করেন। ইসিজি ও ইকোকার্ডিওগ্রাম করা হয়। জানা গিয়েছে, প্রয়োজনে তাঁর অ্যাঞ্জিওগ্রামও করা হতে পারে। দীর্ঘদিন ধরে বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুরকার তিনি। ২০০৯ সালে “Slumdog Millionaire”-এর জন্য অস্কার জিতেছিলেন তিনি। এখনও পর্যন্ত হাসপাতাল বা তাঁর পরিবারের তরফে অসুস্থতা নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায় নি।
আরও পড়ুন- পদ্ম নেতার অভভ্যতা, মাঝ রাস্তায় পুলিশকে থাপ্পড় বিজেপি সভাপতির
প্রসঙ্গত, দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ইতি টানার সিদ্ধান্ত সহজ ছিল না পরিচালকের জন্য। অনেক টানাপোড়েনের মধ্যেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। দীর্ঘ দাম্পত্য ভেঙে যাওয়ার পরও দু’জনে নিজেদের ব্যক্তিগত জীবনে স্থিতি খুঁজে নিয়েছেন। তবে এই বিচ্ছেদ কোনভাবে রহমানের অসুস্থতার কারণ কিনা সেটাও ভাবনার বিষয়। হয়তো এত বছরের দাম্পত্য জীবনের ইতি মেনে নিতে বেগ পেতে হয়েছে তাঁকে।