প্রতিবেদন : অস্কারের জন্য মনোনীত হল বাঙালি গায়িকা ইমন চক্রবর্তীর গাওয়া ‘ইতি মা’ গানটি। তবে শুধু ইমন চক্রবর্তী নন, একইসঙ্গে অস্কারের জন্য মনোনীত হয়েছে সঙ্গীতশিল্পী বিক্রম ঘোষের ‘ব্যান্ড অফ মহারাজাস’ ছবির গানও। যদিও এই ছবিটি হিন্দি ছবি। তবে ইমনের গানের সূত্রেই বাংলা গানের কাছে এই পর্যায়ে সম্মান অর্জন এই প্রথম। বলা যায় তাঁর হাত ধরে অস্কার মঞ্চে মনোনীত হল বাংলা গান।
অস্কারের মঞ্চে সেরা মৌলিক গানের তালিকায় প্রাথমিক পর্যায়ে নির্বাচিত হয়েছে ৮৯টি গান এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য নির্বাচিত হয়েছে মোট ১৪৬টি গান। এর মধ্যেই রয়েছে ইমনের গাওয়া ‘ইতি মা’ গানটি।
আরও পড়ুন-দিনের কবিতা
ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের পরিচালিত ‘পুতুল’ ছবির গান ‘ইতি মা’। ছবিটি যেমন কান ফেস্টিভ্যালে জায়গা করে নিয়েছে ঠিক তেমনই এবার এই বাংলা গানও অস্কারের দৌড়ে পৌঁছে গেল। এদিকে বিক্রম ঘোষের ছবিটির পরিচালক গিরিশ মালিক। এই ছবিতে গানের পাশাপাশি অভিনয় করতেও দেখা গিয়েছে বিক্রম ঘোষকে। এই জুটি ১০ বছর আগেও একবার অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। এবার সেরা গান এবং সেরা অরিজিনাল স্কোর বিভাগে মনোনীত হয়েছেন তারা। খবর পেয়ে স্বাভাবিকভাবেই খুব খুশি এবং উত্তেজিত গায়িকা। ২০২৫ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। এখন চলছে বাছাই পর্ব।