প্রতিবেদন : কলকাতা ডার্বির (Kolkata Derby) সেই চেনা ছবি উধাও। টিকিট নিয়ে হামলে পড়ার দৃশ্যও দেখা গেল না। গ্যালারিও ভর্তি হল না। ডার্বির সেই আবেগ, ঘটি-বাঙালের চিরাচরিত লড়াই কোথাও যেন হারিয়ে গেল শনিবার সন্ধ্যায়।
দলের পারফরম্যান্স ক্রমাগত খারাপ। ভাল দল গড়তে হবে তার দাবিতে যুবভারতীর ডার্বি বয়কটের ডাক দিয়েছিল ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ। অন্যদিকে, মোহনবাগানে দীর্ঘদিন ধরে ‘এটিকে’ সরানোর আন্দোলন হচ্ছে। তারই প্রভাব পড়েছে আইএসএলের শেষ ডার্বিতে। সবুজ-মেরুন গ্যালারি প্রায় ভর্তি হলেও লাল-হলুদ গ্যালারি ছিল অনেকটাই খালি। ইস্টবেঙ্গল কর্তারা দাবি করেছিলেন, বড় ম্যাচে ৫০ হাজার সমর্থক হবে। কিন্তু প্রায় ৩৫ হাজার সমর্থক উপস্থিত ছিল যুবভারতীতে। সুপার কাপে ডার্বি (Kolkata Derby) হওয়ার সম্ভবনা কম। তাই এটাই ছিল মরশুমের শেষ ডার্বি। কোথাও যেন তাল কেটে গিয়েছে। মুখ ফিরিয়ে নিয়েছেন সমর্থকরা।
যেটা ডার্বি শুরু হওয়ার বহু আগে থেকেই টের পাওয়া যাচ্ছিল। যুবভারতীতে বড় ম্যাচ মানে বাইপাসে যান-জট অবিশ্যম্ভাবী। কিন্তু এদিন সেটাও অন্যদিনের মতো একেবারে দেখা যায়নি।