পাহাড়ের উন্নয়ন, কর্মসংস্থানকে সামনে রেখেই সেখানে সরকারিভাবে বিশেষ পোর্টাল চালুর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ, মঙ্গলবার, দার্জিলিংয়ে GTA-র সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে জানান, পাহাড়ে প্রচুর প্রতিভাবান তরুণতরুণী রয়েছেন। তাঁদের কর্মসংস্থানের জন্য এবার সরকারিভাবে বিশেষ পোর্টাল (Portal) চালু হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে কর্মসংস্থানের উপযোগী করতে ৪টি সরকারি স্কিল সেন্টার চালু করার কথাও ঘোষণা করেন মমতা। পাশাপাশি, পাহাড়ের উন্নয়নে একগুচ্ছ প্রকল্পেরও ঘোষণা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
আরও পড়ুন-মুচিশা এলবি দত্ত গ্রামীণ হাসপাতালে অভিষেকের উদ্যোগে চালু OT তৈরির কাজ, স্বস্তিতে স্থানীয়রা
এদিন দুপুর সাড়ে ৩টেয় জিটিএ-র সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। ছিলেন জিটিএ-সহ অন্যান্য জনজাতি বোর্ডের সদস্যরা। সম্প্রতি বিভিন্ন জনজাতিদের জন্য গঠিত বোর্ডের কাজ নিয়ে অভিযোগ ওঠে। এদিনের বৈঠকে এই বিষয়ে খোঁজ নেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-হাইতিতে মার্কিন বিমান লক্ষ্য করে গুলিবর্ষণ
প্রাকৃতিক দুর্যোগের কারণে পাহাড়ের মাঝে মধ্যেই ধস নামে। সম্প্রতি একাধিক জায়গায় ধস নামে ও প্লাবিত হয়। তার জেরে এলাকার ক্ষয়ক্ষতির বিষয় নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয়। কী কাজ হয়েছে, তাও খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। এরপরই পাহাড়ের জন্য গুচ্ছ উন্নয়ন প্রকল্পের ঘোষণা করেন তিনি। বৈঠক শেষে মমতা বলেন, “পাহাড়ে অনেক প্রতিভাবান ছেলেমেয়ে রয়েছে। তাঁদের কর্মসংস্থানের লক্ষ্যেই এবার সরকারি পোর্টাল চালুব হবে। স্কিল ডেভলপমেন্টের জন্য সরকারিভাবে চারটি সেন্টারও চালু করা হবে।”
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…