রাজ্যে ৪ হাজার কর্মসংস্থান

রাজ্যের কর্মপ্রার্থীদের জন্য ফের বড়সড় সুখবর শোনাল রাজ্য সরকার। রাজ্যে আরও ৬০০ কোটি টাকা বিনিয়োগের ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা।

Must read

প্রতিবেদন : রাজ্যের কর্মপ্রার্থীদের জন্য ফের বড়সড় সুখবর শোনাল রাজ্য সরকার। রাজ্যে আরও ৬০০ কোটি টাকা বিনিয়োগের ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা। যার মাধ্যমে ৪,০০০ নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানান, এদিন মন্ত্রিসভার বৈঠকে রাজ্যে নতুন পাঁচটি শিল্পতালুক ও ১৮টি শিল্প ইউনিট গড়ে তোলার সিদ্ধান্তেও ছাড়পত্র দেওয়া হয়েছে।

আরও পড়ুন-অপারেশন করিয়ে মাদক উদ্ধার কলকাতায়

আগামী কয়েক বছরে বাংলায় ৫০ লক্ষ কর্মসংস্থান হবে বলে আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলাই হবে আগামী দিনের শিল্পের ও কর্মসংস্থান সৃষ্টির গন্তব্য। এখন শিল্প‌ই আমাদের লক্ষ্য। গত দশ বছরে বহু ছোট ও মাঝারি শিল্প এখানে হয়েছে। বিনিয়োগ হয়েছে সাড়ে চার লক্ষ কোটি টাকা। ইন্ডাস্ট্রিয়াল পার্কে জমি চাইলে দু’মাসের মধ্যে ছাড়পত্র দিতে হবে। কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না। তাজপুরের পাশাপাশি দেউচা-পাঁচামিতেও ১ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে।

আরও পড়ুন-রায়ে স্বস্তি আইওএ-র

জঙ্গলমহলের জঙ্গলসুন্দরী ইন্ডাস্ট্রিয়াল পার্কে ৬০০ একর জমি ইতিমধ্যে দেওয়া হয়েছে। একটি স্লোভেনিয়ান সংস্থা রাজ্যে বিনিয়োগে উৎসাহ দেখিয়েছে। রাজারহাটের সিলিকন ভ্যালিতে আগামী পাঁচ বছরে ৫০ হাজার কর্মসংস্থান হবে। ৫ লক্ষ কর্মসংস্থান হবে বানতলা ফুটওয়্যার পার্কে। ব্যক্তিগত মালিকানাধীন ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিনিয়োগ হবে ৩১ কোটি টাকা। কর্মসংস্থান হবে ৩ লক্ষ ৫২ হাজার। আদানি পোর্টের কর্ণধার করণ আদানি শিল্প বৈঠকে জানান, তাঁরা তাজপুর ও কুলপিতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন।

Latest article