নতুন শিল্পকে ঘিরে মালদহে কর্মসংস্থান

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন বাংলায় নতুন নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে। পরিসংখ্যান সেই কথাই বলে।

Must read

সংবাদদাতা, মালদহ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন বাংলায় নতুন নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে। পরিসংখ্যান সেই কথাই বলে। অবশেষে দেশের নামী শিল্পগোষ্ঠী বিনিয়োগ করল মালদহে। বৃহস্পতিবার সেই শিল্পগোষ্ঠীর প্ল্যান্টের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন শিল্প দফতরের মন্ত্রী ডাঃ শশী পাঁজা।

আরও পড়ুন-আসছে মান্দাস, বাংলায় বৃষ্টি নয়

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই প্রতি মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমুল হোসেন, বিধায়ক আবদূর রহিম বক্সি, জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন প্রমুখ। উদ্বোধন শেষে শশী পাঁজা বলেন, এই রাজ্যে বিনিয়োগ নিয়ে অনেক ভাবনাচিন্তা রয়েছে৷ মুখ্যমন্ত্রী সেসব নিয়ে বিস্তারিত জানাবেন৷ সরকারি শিল্প পার্কেও অনেক শিল্প স্থাপনের প্রস্তাব রয়েছে৷ মালদহে বিমান পরিষেবা চালু করার দাবি দীর্ঘদিনের। রাজ্য সরকারের তরফে নির্বাচিত সাংসদরা কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর সঙ্গে দেখাও করেছেন৷ কেন্দ্র বিমানবন্দর চালু না করলে রাজ্য সরকার এগিয়ে আসবে। এদিন পুরাতন মালদহের মিশন রোড এলাকায় শিল্পতালুকে একটি শিল্প কারখানার শুভ সূচনা করা হয়।

 

Latest article