প্রতিবেদন : এতদিন দেশের বিরোধী দলগুলি বারবার দেশের কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এসেছে। দেশের কর্মসংস্থান নিয়ে এবার আশঙ্কা প্রকাশ করলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। আমেদাবাদে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের এক অনুষ্ঠানে তিনি পড়ুয়াদের মুখোমুখি হন।
আরও পড়ুন-গ্রামীণ স্বাস্থ্যে পাঁচ কোটি রাজ্যের ১১৪ উপ-স্বাস্থ্যকেন্দ্রে
সেখানে তিনি বলেন, এই মুহূর্তে ভারতের কর্মসংস্থান পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সরকারের উচিত অবিলম্বে বিষয়টি নিয়ে উপযুক্ত পদক্ষেপ করা। অর্থনীতিবিদ হিসেবে রাজন মোদি সরকারের সমালোচক হিসেবেই পরিচিত। আমেদাবাদে তিনি স্পষ্ট বলেন, শুধু মুখে বললেই হবে না যে, আমরা বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। বরং কীভাবে আরও বেশি মানুষের কর্মসংস্থান করা যায় সে বিষয়ে দৃষ্টি দিতে হবে। যে সমস্ত কাজে মানুষের প্রয়োজন বেশি তেমন ধরনের শিল্প সৃষ্টি করতে হবে। রাজন বলেন, দেশের জনসংখ্যার কথা মাথায় রেখে আমাদের তেমন শিল্প বা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে যেখানে একসঙ্গে অনেক লোকের কর্মসংস্থান সম্ভব। রাজন আরও বলেছেন, দেশবাসী যেভাবে কৃষি ছেড়ে চাকরি ও নির্মাণকাজের দিকে ঝুঁকছে সেটা দেশের অর্থনীতির পক্ষে একেবারেই ভাল নয়।
আরও পড়ুন-উচ্ছেদ রুখলেন বাসিন্দারা
দেশের কর্মসংস্থান সৃষ্টিতে সম্প্রতি রোজগার মেলার আয়োজন করা হয়েছিল। কিন্তু এ ধরনের মেলার আয়োজন করে কতটা কর্মসংস্থান তৈরি করা যাবে তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন রাজন। তিনি মনে করেন, শুধু নির্মাণক্ষেত্রের দিকে নজর দেওয়া সমস্যার সমাধান নয়। নির্মাণক্ষেত্রের পাশাপাশি অন্য ক্ষেত্রগুলি যাতে আরও শক্তিশালী হয় সেদিকেও সরকারকে নজর দিতে হবে।