সমাপ্তি মাতাল মিশন ইম্পসিবল

সমাপ্তি অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিলেন হলিউডের মেগা তারকা টম ক্রুজ। মিশন ইম্পসিবল তারকা স্তাদ দ্য ফ্রান্স-এর ছাদ থেকে সোজা মঞ্চে নেমে আসেন।

Must read

প্যারিস, ১২ অগাস্ট : তারকাখচিত অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হল ২০২৪ প্যারিস অলিম্পিক। শতাব্দীর অন্যতম বিতর্কিত অলিম্পিকের পর সবার নজর থাকবে লস অ্যাঞ্জেলেসের দিকে।
২০২৮-এ সেখানেই বসবে পরবর্তী অলিম্পিকের আসর।
সমাপ্তি অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিলেন হলিউডের মেগা তারকা টম ক্রুজ। মিশন ইম্পসিবল তারকা স্তাদ দ্য ফ্রান্স-এর ছাদ থেকে সোজা মঞ্চে নেমে আসেন। ৬২ বছরের হলিউড তারকার হাতে ছিল পঞ্চবলয় সম্বলিত অলিম্পিক পতাকা। ২০২৮ অলিম্পিকের জন্য পতাকা তুলে দেওয়া হয় ক্রুজের হাতে। তিনি স্তাদ দ্য ফ্রান্স থেকে অলিম্পিক পতাকা নিয়ে মোটরবাইক চালিয়ে বেরিয়ে যান।

আরও পড়ুন-সন্তানের দেখাশোনার জন্য এবার ৭৩০ দিন ছুটি পাবে পুরুষেরাও! নির্দেশ কলকাতা হাইকোর্টের

হলিউড তারকার এই বাইক চালানোর মধ্যে অনেকে অ্যাকশন মুভির স্বাদ পেয়েছেন। স্তাদ দ্য ফ্রান্সে তখন অংশগ্রহণকারী সব দলের প্রতিযোগীরা যোগ দিয়েছেন। তাঁর অনেকেই মঞ্চের কাছাকাছি ভিড় জমিয়েছিলেন, যখন গ্র্যামি জয়ী ফোনিক্স গ্রুপ প্রোগ্রাম করেছে। এছাড়া সমাপ্তি অনুষ্ঠানে নানারকম অনুষ্ঠানের সঙ্গে প্যারিসের আকাশে ফুটে উঠেছিল অলিম্পিক বলয়ও।
সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা ছিল এবারের জোড়া ব্রোঞ্জ জয়ী শ্যুটার মুন ভাকের ও হকির বিদায়ী গোলরক্ষক পি আর শ্রীজেশের হাতে। তাঁরা অন্য দেশের প্রতিযোগীদের সঙ্গে সমাপ্তি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এবারের অলিম্পিকে ভারত মোট ছ’টি পদক পেয়েছে। একটি রুপো। যেটি পেয়েছিলেন নীরজ চোপড়া। বাকি পাঁচটি ব্রোঞ্জ হকি, শ্যুটিং ও কুস্তিতে। প্রসঙ্গত, টোকিও অলিম্পিকে নীরজের সোনা-সহ সাতটি পদক পেয়েছিল ভারত।

আরও পড়ুন-‘স্কুল শিক্ষক ও সহপাঠীরা দায়ী’, আত্মহত্যার আগে সুইসাইড নোটে লিখল নাবালক

এদিকে, অলিম্পিক আবার তাদের দেশে ফিরছে বলে ক্যালিফোর্নিয়াতেও একইসঙ্গে অনুষ্ঠান হয়েছে। ক্যালিফোর্নিয়ার লং বিচে এই অনুষ্ঠানে অংশ নেন হলিউড সেলিব্রিটি স্নুপ ডগ ও র‍্যা পার ড. ড্রে। প্রসঙ্গত, লস অ্যাঞ্জেলসে এর আগেও অলিম্পিক হয়েছে।

Latest article