ইবি কর্তার প্রোফাইল ক্লোন, যুবক গ্রেফতার

Must read

প্রতিবেদন : জালিয়াতদের খপ্পরে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বা ইবির ডিজি। রাজ্যের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিজির ফেসবুক প্রোফাইল ক্লোন করে বিপুল টাকা প্রতারণার অভিযোগ উঠল। জানা গিয়েছে, এভাবে প্রায় ২০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে মথুরা থেকে এক যুবককে গ্রেফতার করেছে সিআইডির সাইবার শাখা। ধৃত যুবকের নাম তৌফিক।

আরও পড়ুন-কোভালাম ও পুদুচেরির ইডেন বিচ পেল আন্তর্জাতিক স্বীকৃতি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের কুখ্যাত ভরতপুর গ্যাং-এর সদস্য সে। ধৃতের কাছ থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, ওই মোবাইল থেকেই ইবি কর্তার এফবি প্রোফাইল ক্লোন করা হয়েছিল। তারপর তাঁর একাধিক বন্ধুর কাছ থেকে নানা বাহানায় টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত। বিষয়টি জানতে পেরে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে সিআইডি। মোবাইলের আইপি অ্যাড্রেস ধরে গ্রেফতার করা হয় ওই যুবককে। ট্রানজিট রিমান্ডে ধৃতকে কলকাতায় এনে আদালতে তোলা হয়েছে।

Latest article