দেশ ছেড়ে যেতে পারবেন না বাইজুস প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রন (CEO Byju Raveendran)। বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে বাইজুর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি এনফোর্স ডিরেক্টোরেটের। প্রয়োজন হলেই তাঁর বিদেশযাত্রা আটকে দিতে পারবে অভিবাসন দফতর। দু’বছর আগে থেকেই সমস্যায় ছিল বেঙ্গালুরুর এডু-টেক সংস্থা। বিদেশি মুদ্রা আইন লঙ্ঘন করার অভিযোগে ইডি সংস্থার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা জরিমানা করে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির অভিযোগ, ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে ২৮ হাজার কোটি টাকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ পেয়েছিল ওই সংস্থা। এই একই সময়ের মধ্যে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের নামে প্রায় ৯,৭৫৪ কোটি টাকা পাঠিয়েছে। বিজ্ঞাপন ও প্রচার বাবদ ৯৪৪ কোটি টাকাও জমা করেছিল। এর মধ্যে বিদেশে পাঠানো টাকাও রয়েছে।
আরও পড়ুন- যুদ্ধ অব্যাহত! ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় মৃত ৬০ সেনা
এই সব অভিযোগ স্বীকার করেনি বাইজুস। তবে এডু-টেক সংস্থাটির বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন বিনিয়োগকারীরা। বেশ কয়েকটি মার্কিন বিনিয়োগকারীর সঙ্গে আইনি লড়াইয়েও জড়িয়ে পড়েন বাইজু রবীন্দ্রন। পাশাপাশি ব্যবসায়িক দিক থেকেও কার্যত ধসে গিয়েছে বাইজুস। একেবারে ৯০ শতাংশ কমে গিয়েছে তাদের ব্র্যান্ড ভ্যালু। দেনায় ডুবে গিয়েছে বাইজুস। বিনিয়োগকারীরা রবীন্দ্রনকে (CEO Byju Raveendran) সরিয়ে নতুন করে বাইজুসের বোর্ড বানানোর প্রস্তাব দিয়েছেন।