জলপাইগুড়ির উন্নয়নে যাদবপুরের ইঞ্জিনিয়াররা

Must read

বাসুদেব ভট্টাচার্য : জলপাইগুড়ি নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারদের কাজে লাগাচ্ছে এসজেডিএ(শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভলপমেন্ট অথরিটি)। রাজ্য সরকার এর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করবে এসজেডিএ-র মাধ্যমে। এসজেডিএ-র চেয়ারম্যান ড. সৌরভ চক্রবর্তী জানিয়েছেন, যাদবপুরের ইঞ্জিনিয়াররা এসে সরেজমিনে দেখে তাঁরা প্রকল্পের প্ল্যান এস্টিমেট তৈরি করবেন। সেই প্ল্যান পাশ করানোর জন্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের কাছে পাঠানো হবে। তারা সেই প্ল্যান পাশ করার পর প্রকল্পের কাজ শুরু হবে। জলপাইগুড়ি (Jalpaiguri) পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল বলেন, এই প্রকল্পের বিষয়ে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে একপ্রস্থ আলোচনা সেরে ফেলেছে এসডেডিএ। উল্লেখ্য, শহরের বেশ কয়েকটি এলাকায় নিকাশি ব্যবস্থার উন্নয়নের প্রয়োজন। নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন করে উদ্যোগ নিয়েছে পুরসভা। সেইমতো শুরু হয়েছে পরিকল্পনা। দক্ষ ইঞ্জিনিয়ারদের দিয়ে নিকাশি ব্যবস্থা উন্নত করতে এগিয়ে চলেছে জলপাইগুড়ি (Jalpaiguri) পুরসভা। দ্রুত কাজ শুরু হবে বলে জানিয়েছেন এসজেডিএর চেয়ারম্যান। কাজ সম্পন্ন হলে জলযন্ত্রণা থেকে মুক্তি পাবেন বাসিন্দারা।

Latest article