চূর্ণ ভারত, সিরিজে ফিরল ইংল্যান্ড

ইংল্যান্ড : ২৪৬ (৪৯ ওভার) ভারত : ১৪৬ (৩৮.৫ ওভার) (ইংল্যান্ড ১০০ রানে জয়ী)

Must read

লন্ডন, ১৪ জুলাই : ওভালে রেকর্ড গড়ে ১০ উইকেটে বড় জয়ের পরের ম্যাচেই মুখ থুবড়ে পড়ল ভারত (India- England)। লর্ডসে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ইংল্যান্ডের ২৪৬ রান তাড়া করেও জিততে পারল না রোহিত শর্মার দল। ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৪৬ রানে গুটিয়ে গেল ভারতের ইনিংস। ১০০ রানের ব্যবধানে বিরাট জয় পেয়ে তিন ম্যাচের সিরিজে সমতা (১-১) ফেরাল ইংল্যান্ড। রবিবার সিরিজ নির্ণায়ক ম্যাচ।

টস জিতে এদিনও ফিল্ডিং নিয়েছিলেন অধিনায়ক রোহিত। দলে একটি পরিবর্তন হয়। শ্রেয়স আইয়ারের জায়গায় খেলেন বিরাট কোহলি। ইংল্যান্ড দল অপরিবর্তিত রাখে। লর্ডসের বাইশ গজে শুরুতে সিম, সুইং পেয়েছিলেন ওভালে প্রথম ম্যাচের নায়ক জসপ্রীত বুমরা এবং তাঁর সঙ্গী মহম্মদ শামি। তবে দুই ইংরেজ ওপেনার জেসন রায় ও জনি বেয়ারস্টো ওভালের ভুল করেননি। বুমরাদের ভালই সামলে দিচ্ছিলেন। কিন্তু ইংল্যান্ডের ওপেনিং জুটিতে ৪১ রান ওঠার পর নবম ওভারে ভারতকে ব্রেক থ্রু দেন হার্দিক পান্ডিয়া। ফিরিয়ে দেন জেসনকে। ২৩ রান করে আউট হন তিনি। বেয়ারস্টো-জো রুট জুটি স্কোরবোর্ড সচল রাখার চেষ্টা শুরু করার পর ছন্দপতন। যুজবেন্দ্র চাহালের ঘূর্ণি ম্যাচে জাঁকিয়ে বসায় ভারতকে। চাহাল পরপর ফিরিয়ে দেন বেয়ারস্টো (৩৮) ও রুটকে (১১)। শামি বোল্ড করেন অধিনায়ক জস বাটলারকে (৪)। এর পর ফের ইংল্যান্ড ইনিংসে ধাক্কা দেন চাহাল। বেন স্টোকসকে (২১) প্যাভিলিয়নের রাস্তা দেখান ভারতীয় লেগ স্পিনার। ১০২ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। খাদের কিনারা থেকে দলকে টেনে তোলেন অভিজ্ঞ মইন আলি। প্রথমে লিয়াম লিভিংস্টোন এবং পরে ডেভিড উইলিকে সঙ্গে নিয়ে ইংল্যান্ডের স্কোর দুশো পার করতে সাহায্য করেন মইন। লিভিংস্টোনকে (৩৩) ফিরিয়ে দেন হার্দিক। কিন্তু উইলির সঙ্গে সপ্তম উইকেট জুটিতে ৬২ রান যোগ করে ভারতের হতাশা বাড়ান মইন। তাঁকে শেষ পর্যন্ত আউট করেন সেই চাহাল। ইংল্যান্ডের পক্ষে এদিন সর্বোচ্চ ৪৭ রান করেন মইন। উইলি ৪১ রান করে ফিরে যান বুমরার বলে। এদিন নতুন বলে উইকেট পাননি ওভালের নায়ক বুমরা। ডেথ ওভারে দু’টি উইকেট নেন ভারতীয় স্পিডস্টার। তবে লর্ডসে এদিন ভারতের সেরা বোলার চাহাল।

আরও পড়ুন: সুস্মিতার সঙ্গে ডেটে ললিত

জয়ের জন্য ২৪৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত (India- England)। তৃতীয় ওভারে কোনও রান না করেই ফিরে যান অধিনায়ক রোহিত। এর পর নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় ভারত। ভারতীয় দলের টপ অর্ডার ভাঙেন ইংল্যান্ডের বাঁ-হাতি পেসার রিস টপলি। ৩১ রানে ৪ উইকেট খুইয়ে বসে ভারত। রোহিত (০), শিখর ধাওয়ান (৯), বিরাট (১৬), ঋষভ পন্থ (০) ব্যাট হাতে ব্যর্থ। সেখান থেকে পঞ্চম উইকেট জুটিতে সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া ইনিংস মেরামতির চেষ্টা করলেও বেশিদূর এগোতে পারেননি। সেই টপলির বলে সূর্য (২৭) ফেরার পর হার্দিক ও রবীন্দ্র জাদেজার ষষ্ঠ উইকেট জুটি হাল ধরে। দু’জনে স্কোরবোর্ড সচল রেখে ভারতীয় দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু মইন আলির বলে হার্দিক ফিরতেই ভারতের জয়ের আশা শেষ হয়ে যায়। কারণ, জাদেজাকে সঙ্গ দেওয়ার মতো আর কোনও স্বীকৃত ব্যাটার ছিল না। শামি (২৩) চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। জাদেজাও (২৯) দ্রুত ফেরেন। ইংল্যান্ডের টপলি ৬ উইকেট নিয়ে ম্যাচের সেরা।

Latest article