খেলা

বিগ বেনের ব্যাটে কাপ ইংল্যান্ডের

মেলবোর্ন, ১৩ নভেম্বর : ইমরান খান হওয়া হল না বাবর আজমের! বরং পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ৩০ বছর আগের হারের বদলা নিলেন জস বাটলাররা। ১৯৯২ সালে এই মাঠেই ইংল্যান্ডকে (England) হারিয়ে ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। রবিবার এমসিজিতে সেই হারের কলঙ্ক মুছে দিলেন ইয়ান বথামদের পরবর্তী প্রজন্ম। একই সঙ্গে দ্বিতীয়বার টি-২০ ক্রিকেটে বিশ্বসেরা হওয়ার সম্মান ছিনিয়ে নিলেন বাটলার অ্যান্ড কোং।

২০১৯ সালে দেশের মাটিতে আয়োজিত ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে অবিশ্বাস্য ইনিংস খেলে ইংল্যান্ডকে কাপ উপহার দিয়েছিলেন বেন স্টোকস। এদিনও কঠিন সময়ে ৪৯ বলে অপরাজিত ৫২ রানের একটা ম্যাচ জেতানো ইনিংস খেলে দিলেন বিগ বেন। বাঁ হাতি ইংরেজ পেসার স্যাম কারেন (৩-১২) ম্যান অফ দ্য ম্যাচ হলেও, স্টোকসের ইনিংসটাই বাটলারের হাতে কাপ তুলে দিল। ওয়ান ডে-র খেতাব ধরে রাখার পাশাপাশি টি-২০ ক্রিকেটেও বিশ্বসেরা ইংল্যান্ড (England)। একই সঙ্গে দুই ফরম্যাটে বিশ্বসেরা হওয়ার কৃতিত্ব আর কোনও দেশের নেই।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাটলার। মেঘলা আবহাওয়াকে কাজে লাগিয়ে দুর্দান্ত বোলিং করলেন ইংল্যান্ডের বোলাররা। মহম্মদ রিজওয়ানকে (১৫) আউট করে পাকিস্তানকে প্রথম ধাক্কা দেন কারেন। এরপর মহম্মদ হ্যারিস (৮) ও বাবর আজমকে (৩২) প্যাভিলিয়নে ফেরত পাঠান আদিল রশিদ। ইফতিকার আহমেদ শূন্য রানে স্টোকসের শিকার হন। এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি পাকিস্তান। বিপর্যয়ের মুখে কিছুটা লড়াই করেন শান মাসুদ (২৮ বলে ৩৮) ও শাদাব খান (১৪ বলে ২০)।

তবে কম রানের পুঁজি নিয়েও দারুণ লড়াই করেছে পাকিস্তান। প্রথম ওভারেই অ্যালেক্স হেলসকে (১) আউট করেন শাহিন আফ্রিদি। ফিল সল্ট (১০) ও বাটলার (২৬) হ্যারিস রাউফের শিকার। এরপর হ্যারি ব্রুককে (২০) শাদাব খান আউট করলে রীতিমতো চাপে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। ওই সময় নড়বড়ে দেখাচ্ছিল স্টোকসকেও।
শেষ পাঁচ ওভারে জেতার জন্য ৪১ রান দরকার। ওই পরিস্থিতিতে নিজের দ্বিতীয় স্পেলে বল করতে এসে খোঁড়াতে থাকেন শাহিন আফ্রিদি। কয়েক ওভার আগেই ব্রুকসের ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছিলেন পাক পেসার। সেই চোটটাই পাকিস্তানের কাল হয়ে দাঁড়াল। মাত্র এক বল করেই খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন আফ্রিদি। ওই ওভার শেষ করেন ইফতিকার। তাঁর শেষ দুটো বলে পরপর চার ও ছয় মেরে চাপ অনেকটাই কমিয়ে দেন স্টোকস। এরপর মঈন আলিকে (১২ বলে ১৯) সঙ্গে নিয়ে বাকি কাজটা সেরে ফেলেন। ১৯তম ওভারে মঈন আউট হলেও লিয়াম লিভিংস্টোনকে সঙ্গে নিয়ে দলকে জয় এনে দেন স্টোকস।

আরও পড়ুন-প্রিমিয়ারে ওঠার সেলিব্রেশনে ডায়মন্ড হারবার সাংসদ

Jago Bangla

Recent Posts

জানুয়ারিতেই দ্বিতীয় দফায় ইন্টারভিউ, বিজ্ঞপ্তি পর্ষদের

প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…

6 minutes ago

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

26 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

4 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

7 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

8 hours ago