৩-০ জিতল ইংল্যান্ড

কিন্তু জো রুট এবং জনি বেয়ারস্টো হেলায় বাকি রান তুলে দেন। ফলে ৩ উইকেটে ২৯৬ রান তুলে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।

Must read

লিডস, ২৭ জুন : প্রত্যাশিত ভাবেই লিডস টেস্ট জিতল ইংল্যান্ড। একই সঙ্গে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ভারতের বিরুদ্ধে বার্মিংহাম টেস্টের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন বেন স্টোকসরা। টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকেই নজর কাড়লেন স্টোকস।
শেষ দিনে জেতার জন্য মাত্র ১১৩ রান করতে হত ইংল্যান্ডকে। তবে সোমবার সকাল থেকে শুরু হয় বৃষ্টি। ফলে খেলা শুরু হয়েছিল লাঞ্চের পর। আগের দিনের অপরাজিত ব্যাটার অলি পোপকে (৮২) আউট করে শুরুতেই ঝটকা দিয়েছিলেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি।

আরও পড়ুন-শেষ ম্যাচে হার হরমনপ্রীতদের

কিন্তু জো রুট এবং জনি বেয়ারস্টো হেলায় বাকি রান তুলে দেন। ফলে ৩ উইকেটে ২৯৬ রান তুলে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। রুট ৮৬ রানে নট আউট থাকেন। বেয়ারস্টোর অবদান মাত্র ৪৪ বলে অপরাজিত ৭১। দু’ইংনিস মিলিয়ে ১০ উইকেট শিকার করে টেস্টের সেরা ইংল্যান্ডের বাঁ হাতি স্পিনার জ্যাক লিচ। সিরিজের সেরা হয়েছেন রুট। ইংল্যান্ডের প্রাক্তন টেস্ট অধিনায়কের ব্যাট থেকে এই সিরিজে এসেছে মোট ৩৯৬ রান।

Latest article