সংবাদদাতা, হাওড়া : সরকার-পোষিত প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা বাড়াতে ইংরেজি মাধ্যমের (English Medium) ওপর জোর দিচ্ছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই এবার হাওড়ার ৫টি বিদ্যালয়ে প্রাথমিক স্তর থেকে ইংরেজি মাধ্যম চালু করছে রাজ্য শিক্ষা দফতর। গত কয়েক বছর যাবৎ ছেলেমেয়েদের ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করছেন অনেক অভিভাবকই। সেই কারণেই সরকার-পোষিত প্রাথমিক বিদ্যালয়গুলি ইংরেজি মাধ্যম করা হচ্ছে। যার সুফলও মিলছে হাতেনাতে। সেরকমই হাওড়ার সালকিয়া সাবিত্রী বালিকা বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা কমে যাওয়ায় ২০১৯ সালে ওই বিদ্যালয়ে ইংরেজি মাধ্যম চালু হয়েছিল। তারপরেই ওই স্কুলে ফি-বছর পড়ুয়ার সংখ্যা বাড়ছে। এখন ওই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ১৮০। এখানকার পড়ুয়ারা এখন ইংরেজিতে সাবলীলভাবে ক্লাস করছে। এতে খুশি অভিভাবকরাও। এই সাফল্য দেখে প্রাথমিক বিদ্যালয়ে কমে যাওয়া পড়ুয়ার সংখ্যা বাড়াতে ইংরেজি মাধ্যম চালু করছে শিক্ষা দফতর। হাওড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ বলেন, এই মুহূর্তে হাওড়ায় সালকিয়া সাবিত্রী বালিকা বিদ্যালয় ও বেলুড় খামারপাড়া বিদ্যালয় দুটিতে ইংরেজি মাধ্যমে পড়াশোনা চলছে। এতে ওই দুটি স্কুলেই পড়ুয়ার সংখ্যা বেড়েছে। এই সাফল্য দেখে আমরা এবার জেলার ৫টি এরকম প্রাথমিক বিদ্যালয়কে ইংরেজি মাধ্যম করার সিদ্ধান্ত নিয়েছি। এই ব্যাপারে ভর্তির আগে লিফলেট বিলি করে ও বিভিন্ন জায়গায় ব্যানার দিয়ে প্রচার চালানো হচ্ছে। আশা করছি এই স্কুলগুলিতেও এর ফলে পড়ুয়ার সংখ্যা বাড়বে।
আরও পড়ুন- বছর শেষে বিরাট ঘোষণা, প্রথম শ্রেণি থেকেই চালু সেমেস্টার পদ্ধতি