সংবাদদাতা, ঝাড়গ্রাম : সাধারণতন্ত্র দিবস (Republic day) আর সরস্বতীপুজোকে (Saraswati puja) ঘিরে জমজমাট জঙ্গলমহল! সকাল থেকে জমজমাট জঙ্গলমহলের প্রাণকেন্দ্র ঝাড়গ্রাম। শহরের পাশাপাশি পুজো হচ্ছে লালগড়, বৈতা, বিনপুর, বেলপাহাড়ি, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, জামবনি ইত্যাদি জায়গায়।
আরও পড়ুন-ব্যর্থতা ঢাকতে বিজেপির বিক্ষোভের রাজনীতি
মন্ত্রী বীরবাহা হাঁসদা ইতিমধ্যে বৈতা এলাকায় বড় বাজেটের দুটি সরস্বতী পুজোর উদ্বোধন করেছেন। শহরের বহু বাড়িতে পারিবারিক পুজো হচ্ছে। জাঁকজমক করে পুজো হচ্ছে বিভিন্ন ক্লাব ও শিক্ষাপ্রতিষ্ঠানে। পাশাপাশি ৭৪তম সাধারণতন্ত্র দিবস মর্যাদার সঙ্গে পালিত হয়। কুচকাওয়াজ ঘিরে বেশ উন্মাদনা ছিল ঝাড়গ্রাম স্টেডিয়ামে। অভিবাদন গ্রহণ করেন জেলাশাসক সুনীল আগরওয়াল। ছিলেন পুলিস সুপার অরিজিৎ সিংহ।