প্রতিবেদন : কেন্দ্রীয় সরকারের আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য যে তালিকা তৈরি হয়েছিল সেই তালিকায় নথিভুক্ত মানুষদেরই বাড়ি করার জন্য টাকা দেবে রাজ্য সরকার। বাংলার বাড়ি প্রকল্পে এই টাকা দেওয়া হবে। কারণ কেন্দ্র আবাস যোজনার কোনও টাকাই রাজ্যকে দেয়নি। তবে নতুন করে কোনও নাম এই তালিকায় তোলা হচ্ছে না। কিন্তু বন্যা এবং ঘূর্ণিঝড় ডানার কারণে যাঁদের বাড়ির ক্ষতি হয়েছে তাঁরা টাকা পাবেন। তাঁদের নাম শুধুমাত্র এই তালিকায় যুক্ত করা হবে। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় একথা স্পষ্টভাবে জানিয়ে দিলেন। সেই সঙ্গে তিনি এও জানান, এই তালিকায় পুনরায় সমীক্ষা করে দেখা হচ্ছে। তাই এই সমীক্ষা নিয়ে অহেতুক উদ্বেগ করার কোনও কারণ নেই। সেইসঙ্গে আলাপন বলেন, বাংলার শস্যবিমার টাকা পেতে কৃষকরা আগামী ৩০ নভেম্বরের মধ্যে নাম নথিভুক্ত করুন। একজন ক্ষতিগ্রস্ত কৃষকও যাতে বাদ না যান তা সুনিশ্চিত করতে রাজ্য সরকার বদ্ধপরিকর। যে কারণে সময় বাড়ানো হল।
আরও পড়ুন-দিনের কবিতা
বাংলার বাড়ি তৈরি নিয়ে আলাপন বলেন, এই তালিকায় যাঁদের নাম রয়েছে তাঁরা প্রত্যেকেই টাকা পাবেন। শুধু দেখে নেওয়া হচ্ছে এই তালিকায় নথিভুক্ত প্রাপকরা স্থানান্তরিত হয়েছেন কি না অথবা তাঁরা কেউ কোনওভাবে পাকা বাড়ি বানিয়ে ফেলেছেন কি না। যোগ্যতা মান যাঁরা পূর্ণ করেছেন তাঁরা প্রত্যেকেই বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবেন। তাঁর সংযোজন, এই যোজনায় কেন্দ্র সরকারের ৬০% এবং রাজ্য সরকারের ৪০ শতাংশ টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের প্রতিশ্রুতিমতো টাকা দেয়নি। তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, এক লক্ষ কুড়ি হাজার সম্পূর্ণ টাকাই রাজ্যের কোষাগার থেকে দেবে।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…