উদ্যোগী এমএসএমই দফতর, সুলভ মূল্যে রাজ্যের দুঃস্থ পড়ুয়াদের জন্য আসছে শিক্ষাসাথী ব্র্যান্ডের খাতা

আগামী দিনে রেশন দোকানে মিলবে এই খাতা। বলা বাহুল্য আগে এই প্রকাশনা সংস্থা থেকে রাজ্য সরকারের সবকিছু ছাপানো হত।

Must read

প্রতিবেদন : রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের পড়ুয়াদের সুলভে খাতা সরবরাহ করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এই উদ্দেশ্যে রাজ্যের ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প দফতর (MSME) শিক্ষাসাথী ব্র্যান্ডের আওতায় খাতা তৈরি করছে। তিন রকম আকার ও মানের এই খাতা তৈরি করা হবে। বাজারে যেমন খাতা পাওয়া যায় তেমনি ধাঁচে আনা হচ্ছে। গুণগত মান বেশ ভাল। তবে দাম অনেকটাই কম। ক্রেতা সুরক্ষা মেলার মতো সরকারি মেলাগুলিতে পাওয়া যাবে এই খাতাগুলি।

আরও পড়ুন-প্রত্যাবর্তন মোহনবাগানের

আগামী দিনে রেশন দোকানে মিলবে এই খাতা। বলা বাহুল্য আগে এই প্রকাশনা সংস্থা থেকে রাজ্য সরকারের সবকিছু ছাপানো হত। কিন্তু পরবর্তীকালে সরস্বতী প্রেস চালু হওয়ায় বরাত কমেছে ‘শিল্পবার্তা প্রিন্টিং প্রেস লিমিটেড’ প্রকাশনা সংস্থার। সেইজন্য লাভের মুখ যাতে দেখতে পায় তাই খাতা ছাপানো এবং বিক্রির উদ্যোগ দেওয়া হবে এই সংস্থার হাতে। উল্লেখ্য, ‘শিক্ষাসাথী’র আওতায় আপাতত তিন ধরনের খাতা বাজারে আনা হচ্ছে। তার মধ্যে দুটি খাতা ১৬০ পৃষ্ঠার। সেগুলির দাম ৭০ টাকা করে। ১০০ পাতার একটি খাতার দাম ৩৭ টাকা। এক আধিকারিক জানিয়েছেন, বাজারে যেমন খাতা পাওয়া যায় তেমনি ধাঁচে আনা হচ্ছে। গুণগত মান বেশ ভাল। তবে দাম অনেকটাই কম। ক্রেতা সুরক্ষা মেলার মতো সরকারি মেলাগুলিতে পাওয়া যাবে এই খাতাগুলি। আগামী দিনে রেশন দোকানে মিলবে এই খাতা।

Latest article