নবজোয়ার নিয়ে তুমুল উদ্দীপনা কর্মীদের, কাঁথিতে সুভাষ মেলা ময়দানে সভা

পশ্চিম মেদিনীপুরের সবং থেকে পটাশপুরে আসবেন। সেখানে জনসভা হওয়ার কথা। এগরার হটনাগর মন্দিরে পুজো দিতে পারেন।

Must read

সংবাদদাতা, কাঁথি : নবজোয়ার কর্মসূচিতে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। এখানে আস্তানা গাড়বেন বিরোধী দলনেতার বাড়ির কাছেই সুভাষ মেলা ময়দানে। সেখানেই রাত কাটাবেন। কাঁথি সাংগঠনিক জেলা জুড়ে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ। প্রিয় নেতাকে স্বাগত জানাতে নানান কর্মসূচি নেওয়া হয়েছে। প্রতিটি অঞ্চলে প্রস্তুতিসভা হচ্ছে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরে ঢুকছে নবজোয়ার।

আরও পড়ুন-শিলিগুড়ির পানীয় জল প্রকল্পে কাজ শুরু হচ্ছে

পশ্চিম মেদিনীপুরের সবং থেকে পটাশপুরে আসবেন। সেখানে জনসভা হওয়ার কথা। এগরার হটনাগর মন্দিরে পুজো দিতে পারেন। কুদি হয়ে নেওয়ায় এসে বঙ্কিমচন্দ্রের মুর্তিতে মালা দেবেন। পানিপারুল হয়ে রামনগরে ঢুকবে র‍্যালি। সন্ধ্যায় দাণ্ডাবেলবনিতে শহিদ বেদিতে মাল্যদান ও ১০ জন স্বাধীনতা সংগ্রামীকে সংবর্ধনা কর্মসূচি আছে। ডেমুরিয়া জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে মৈতনা, কাঠপুল, মাজনা আসবে র‍্যালি। কাজুকর্মীদের সঙ্গে বৈঠক হবে। তারপর র‍্যালি পৌঁছবে সুভাষ মেলা ময়দানে। সেখানেই ৩০ মে রাত্রিবাস।

আরও পড়ুন-মুর্শিদাবাদে গঙ্গার ভাঙন ঠেকাতে রাজ্য ও ফরাক্কার যৌথ সমীক্ষা

৩১ মে যাবেন দেশপ্রাণ পঞ্চায়েত সমিতি অফিসে। স্বাধীনতা সংগ্রামী বীরেন্দ্রনাথ শাসমলের মর্মর মূর্তিতে মাল্যদান করবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচাদের সাংস্কৃতিক অনুষ্ঠানেও থাকার কথা। রসুলপুর নদী পেরিয়ে মসনদি আলা ঘাটে যবেন। মৎস্যজীবীদের সঙ্গে বৈঠক করে ফিরে কাঁথি হয়ে র‍্যালি পৌঁছবে বাজকুলে। পরের দিন যাবেন তমলুকে। এরপর নন্দীগ্রাম। হলদিয়াও যেতে পারেন। নিরাপত্তা সুনিশ্চিত করতে বহু এলাকায় সিসি ক্যামেরা বসানো হচ্ছে। অন্ধকার জায়গায় আলোর ব্যবস্থা করা হচ্ছে।

Latest article