সংবাদদাতা, দেগঙ্গা : নিজের লোকসভা কেন্দ্রের শহুরে এলাকার পাশাপাশি এবার গ্রামীণ এলাকাগুলিকেও আলোকিত করার উদ্যোগ নিলেন বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার। তাঁরই সাংসদ তহবিলের টাকায় এবার আলোকিত হতে চলেছে দেগঙ্গার বিস্তীর্ণ অঞ্চল। গোটা এলাকায় সৌরশক্তিকে কাজে লাগিয়ে ২০০-২৫০টির মতো সোলার লাইট লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্ঘটনা, দুষ্কৃতী কার্যকলাপ রুখতে এবং সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে এলাকাগুলি চিহ্নিত করে সেখানে সোলার লাইট লাগানো হবে। খুব শীঘ্রই এই আলো বসানোর কাজ শুরু হবে।
আরও পড়ুন-বাংলাদেশে জারি সংখ্যালঘু অত্যাচার, সীমান্তে ধৃত বহু
সাংসদের এই উদ্যোগে খুশি দেগঙ্গাবাসী। এই প্রসঙ্গে ডাঃ কাকলি ঘোষ দস্তিদার বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলার মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে। কিন্তু অনেক এলাকার রাস্তাগুলিতে পথবাতি নেই। ফলে গ্রামের মানুষের সমস্যা হত। এলাকা পরিদর্শন করার সময় বিষয়টি আমার নজরে আসে। তাই রাস্তাগুলি আলোকিত করার উদ্যোগ নিয়েছিলাম। এখানে আলো জ্বলার পাশাপাশি বিদ্যুৎ খরচও অনেক কমবে। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ওই আলোকস্তম্ভগুলি লাগানোর ব্যবস্থা করা হয়েছে।