সংবাদদাতা, বোলপুর : বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও শান্তিনিকেতন ট্রাস্টের উদ্যোগে ১৮২তম পৌষমেলা (Poushmela) শুরু হচ্ছে মঙ্গলবার। ভারপ্রাপ্ত উপাচার্য ডঃ প্রবীরকুমার ঘোষ জানিয়েছেন, এবারের পরিবেশবান্ধব পৌষ মেলা পর্যটকদের উপহার দেওয়া হবে। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করা আমাদের প্রধান লক্ষ্য। ঐতিহ্যবাহী পৌষমেলা নিজেও ছন্দে পূর্বপল্লীর মাঠে ফিরে আসায় পর্যটকেরা খুশি। মেলাকে সফল করতে জেলা প্রশাসন, জেলা পুলিশ, বোলপুর পুরসভা, বীরভূম জেলা পরিষদ সভাধিপতি ফইজুল হক, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ প্রমুখ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। মেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ভ্রমর ভান্ডাির জানিয়েছেন, এবারের মেলায় প্রায় ২০০০ স্টল বসেছে। প্রায় পাঁচ হাজার লোকশিল্পী ছয়দিন শিল্প-সংস্কৃতি অনুষ্ঠান করবেন। পরিবেশ আদালতের নির্দেশ মতো শেষ দিন বাজি পোড়ানো থাকছে না। পুলিশ সুপার শ্রী আমনদীপ জানিয়েছেন, মেলায় আগত পর্যটক এবং মেলায় অংশগ্রহণকারীদের নিরাপত্তার জন্য ২ হাজার পুলিশকর্মী থাকবে। এছাড়া মেলা প্রাঙ্গণে সিসিটিভি লাগানো হয়েছে, ওয়াচ টাওয়ার হয়েছে, মেলার ভিড়ের মধ্যে সাদা পোশাকের পুলিশ থাকবে। প্রবীণ আশ্রমিক সুপ্রিয় ঠাকুর জানিয়েছেন, আমরা খুশি ট্রাস্টের উদ্যোগে ঐতিহ্যবাহী পূর্বপল্লীর মাঠে পৌষমেলা(Poushmela) আয়োজিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ জানিয়েছেন, পৌষমেলা কেবলমাত্র বীরভূম বা বাংলার মধ্যে সীমাবদ্ধ নয়, বিশ্বের মানচিত্রে ঠাঁই করে নিয়েছে। আমরা শুধু সেই মেলার রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করি।
আরও পড়ুন-লাইনচ্যুত টয়ট্রেন, ৫ জয় রাইড বাতিল

