লোকসভা নির্বাচনের আগে চাকরিজীবীদের মন জয় করতে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার বাড়াল কেন্দ্রীয় সরকার। ২০২৩-২৪ অর্থবর্ষে ইপিএফওতে সুদের হার বাড়িয়ে ৮.২৫ শতাংশ করা হল। বর্তমানে পিএফে সুদের হার ৮.১৫ শতাংশ। কেন্দ্রের এই নয়া ঘোষণার পর এবার থেকে পিএফ অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা জমা পড়বে। সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের ২৩৫ তম বৈঠকে এই নিয়ে আলোচনা হয়। প্রাথমিকভাবে সুদের হার বাড়িয়ে ৮.২৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০২১-২২ অর্থবর্ষে এই সুদের হার ৮.১ শতাংশ করা হয়েছিল। ২০২০-২১ অর্থবর্ষে ছিল ৮.৫ শতাংশ, সেই হারেই সুদ মিলেছিল ২০১৯-২০ অর্থবর্ষেও। গত ৫ ফেব্রুয়ারি লোকসভায় প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, শেষ ১০ বছরে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে (ইপিএফও) উপভোক্তার সংখ্যা অনেকটাই বেড়েছে ।
আরও পড়ুন- গেরুয়া দলের নিম্নরুচির সংস্কৃতি বেআব্রু হয়ে গেল বিধানসভায়, তৃণমূল বিধায়ককে অশালীন আক্রমণ গদ্দারের