সুদেষ্ণা ঘোষাল, দিল্লি: এপিক কেলেঙ্কারি নিয়ে এবার দেশের মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল। নির্বাচন কমিশনের উদ্দেশে তৃণমূলের দাবি : রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দাদের মধ্যে কতজনের কাছে এ-ধরনের ডুপ্লিকেট এপিক কার্ড আছে? অবিলম্বে তার সংখ্যা জানানো হোক৷ এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রশ্ন, ডুপ্লিকেট কার্ডধারীদের প্রকৃত সংখ্যা নির্ধারণ না করেই কীভাবে তিনমাসের মধ্যে এপিক কার্ড সংক্রান্ত সব সমস্যার সমাধান করার দাবি জানাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন?
আরও পড়ুন-সর্বস্তরের বিশিষ্ট মেয়েদের সংবর্ধনা জানাল পশ্চিম বর্ধমান তৃণমূল
এপিক কেলেঙ্কারি নিয়ে তৃণমূলের অভিযোগ ও উদ্বেগের সারবত্তা ইতিমধ্যেই স্বীকার করতে বাধ্য হয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এবার এই ইস্যুতে সুনির্দিষ্ট প্রশ্নের উত্তর জানার জন্যই দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে দরবার করবে তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধি দল৷ শনিবার তৃণমূলের তরফে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার ১১ মার্চ বিকেল সাড়ে পাঁচটায় দশ সদস্যের তৃণমূল সংসদীয় প্রতিনিধি দল সাক্ষাৎ করবে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে৷ এপিক কার্ড ইস্যুতে মুখ্য নির্বাচন কমিশনারের হাতে স্মারকলিপিও তুলে দেবেন তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধিরা৷
দলের তরফে দিল্লির এই প্রতিনিধি দলে থাকবেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়ান, ডেপুটি লিডার সাগরিকা ঘোষ, লোকসভায় দলের মুখ্যসচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার, কীর্তি আজাদ-সহ অন্যরা৷ শনিবার দলের এই কর্মসূচির কথা জানিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়ান বলেন, তিন মাসের মধ্যে এই ডুপ্লিকেট এপিক কার্ড সংক্রান্ত সমস্যার সমাধান করার দাবি করেছে নির্বাচন কমিশন৷ কিন্তু আমাদের প্রশ্ন হল, তিন মাসের মধ্যে ডুপ্লিকেট এপিক কার্ড সংক্রান্ত ত্রুটি কী করে মেটানো হবে, যখন জানাই নেই যে দেশে মোট কত ডুপ্লিকেট কার্ড ইস্যু হয়েছে?
আরও পড়ুন-নারী দিবসে পিঙ্ক বুথ চালু হাওড়ায়
উল্লেখ্য, সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব৷ এই পর্বে সংসদের ভিতরে ও বাইরে ডুপ্লিকেট এপিক কার্ড ইস্যুতে সোচ্চার হবেন তৃণমূল সাংসদরা৷ এই প্রসঙ্গে সংসদের দুই কক্ষে বিস্তারিত আলোচনার দাবি তুলে একের পর এক নোটিশও জমা দিয়েছেন তৃণমূল সাংসদরা৷ তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে হেঁটে ডুপ্লিকেট এপিক ইস্যুতে ইতিমধ্যেই তৃণমূলের পাশে থাকার আগ্রহ প্রকাশ করেছে ডিএমকে, সমাজবাদী পার্টি, আরজেডি, আম আদমি পার্টি-সহ ইন্ডিয়া জোটের প্রভাবশালী দলগুলি৷ এই পরিস্থিতিতে মঙ্গলবার দেশের মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে তৃণমূল সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাতপর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে৷