বর্ষসেরা হালান্ড

Must read

লন্ডন : ইংল্যান্ডের পেশাদার ফুটবলারদের সংগঠনের (পিএফএ) বিচারে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন আর্লিং হালান্ড (Erling Haaland)। ম্যাঞ্চেস্টার সিটির জার্সিতে অভিষেক মরশুমেই সব টুর্নামেন্ট মিলিয়ে ৫৩ ম্যাচে ৫২ গোল করেছিলেন হালান্ড। ম্যান সিটিও ত্রিমুকুট জিতেছিল। তারই স্বীকৃতি হিসাবে তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছে। হালান্ডের (Erling Haaland) সঙ্গে পুরস্কারের দৌড়ে ছিলেন হ্যারি কেন, কেভিন ডি’ব্রুইন, বুকায়ো সাকা, মার্টিন ওডেগার্ড ও জন স্টোনস। কিন্তু সবাইকে টেক্কা দিলেন হালান্ড। তবে বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার পেয়েছেন বুকায়ো সাকা। মেয়েদের ফুটবলে বর্ষসেরার পুরস্কার পেয়েছেন অ্যাস্টন বিলার স্ট্রাইকার র‍্যাচেল ড্যালে। বর্ষসেরা তরুণীর পুরস্কার পান চেলসির লরেন জেমস। বর্ষসেরার সম্মান পেয়ে হালান্ডের প্রতিক্রিয়া, এই পুরস্কার জিতে সম্মানিত। যাঁরা আমাকে ভোট দিয়েছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ।

আরও পড়ুন- ফাইল ডাউনলোড-কাণ্ডে ক্ষুব্ধ কোর্ট

Latest article