গত আট মাস ধরে চরম দুর্ভিক্ষ পরিস্থিতি চলছে পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার টিগ্রে অঞ্চলে। রাষ্ট্রসংঘ জানিয়েছে, গত বছরের নভেম্বর মাসে এই অঞ্চল নিয়ন্ত্রণ করা ‘টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট’-এর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সেখানকার সরকার। শুরু হয় প্রায়-গৃহযুদ্ধের পরিস্থিতি। যার জের এখন চরমে পৌঁছেছে। দুর্ভিক্ষে ধুঁকছে দেশ। চার লক্ষের বেশি মানুষ বিপদগ্রস্ত। চরম অপুষ্টিতে ভুগছে দেশের অন্তত ৩৩ হাজার শিশু। জানা গিয়েছে, আরও ১৮ লক্ষ মানুষের জীবনে দুর্ভিক্ষের ছায়া। রাষ্ট্রসংঘ জানিয়েছে, বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিয়েছে এই দেশে। এদেশের ৫২ লক্ষ মানুষের খাদ্য সুরক্ষার জন্য আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।
আরও পড়ুন-কোপ এবার অমরিন্দর-ঘনিষ্ঠদের ওপর
নোবেলে এবারও করোনার জেরে ২০২১ সালেও অনুষ্ঠিত হচ্ছে না নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরস্কার বিজয়ীরা নিজেদের দেশ থেকে ভার্চুয়াল মাধ্যমে এই পুরস্কারের পদক ও শংসাপত্র গ্রহণ করবেন। জানিয়েছে নোবেল ফাউন্ডেশন। ওই অনুষ্ঠান টেলিভিশন ও নোবেল প্রাইজের ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচারিত করা হবে। জানা গিয়েছে, বিজয়ীরা উপস্থিত না থাকলেও ছোট করে পরে একটি অনুষ্ঠান করতে পারেন নোবেল কর্তৃপক্ষ। ৪ থেকে ১১ অক্টোবরের মধ্যে এই বছরের নোবেল প্রাপকদের নাম ঘোষণা করা হবে। সেখানে চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হবে। প্রসঙ্গত, গত বছর করোনা অতিমারির জন্য নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান পুরোটাই ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছিল। একই পথ নেওয়া হচ্ছে এবারও।
আরও পড়ুন-খুব শিগগিরই করোনা হবে সর্দি-কাশির মতো রোগ, মত বিশেষজ্ঞের
তালিবানি বুদ্ধি পিএইচডি ডিগ্রিধারীরা বাদের খাতায়, কলেজে পড়ানোর জন্য নিয়োগ করা হচ্ছে ব্যাচেলর অফ আর্টস ডিগ্রিধারীদের। কাবুল বিশ্ববিদ্যালয়ের এমন পদ্ধতি চালু করেছে তালিবান সরকার। আপাতত আশরফ ঘাইরত হচ্ছেন ভারপ্রাপ্ত উপাচার্য। তিনি ঘানি সরকারের শিক্ষা মন্ত্রণালয়ে চাকরি করেছেন। আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলির মূল্যায়ন কমিটির প্রধান ছিলেন তিনি। নতুন উপাচার্য জানিয়েছেন, বিজ্ঞানের পরিবর্তে ইসলাম ধর্ম ও সংস্কৃতি নিয়ে পড়াশুনাতে বেশি গুরুত্ব দেওয়া হবে। তালিবান সরকারের এই সিদ্ধান্ত নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। যে সরকার পিএইচডি ডিগ্রিধারীদের বাতিলের তালিকায় ফেলে তাদের জমানায় শিক্ষার কী হাল হবে তা স্পষ্ট সবার কাছেই।