আজ শুরু ইউরো কাপ, ঘরের মাঠে নতুন পরীক্ষা জার্মানির

Must read

মিউনিখ, ১৩ জুন : শুক্রবার রাতে বল গড়াচ্ছে ইউরো চ্যাম্পিয়নশিপে (Euro Cup)। উদ্বোধনী দিনে মিউনিখে ঘরের মাঠে অভিযান শুরু করছে টুর্নামেন্টের আয়োজক তথা চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। টমাস মুলারদের প্রতিপক্ষ স্কটল্যান্ড।
জার্মানি ইউরো কাপ (Euro Cup) জিতেছে তিনবার। শেষ বার ইউরোপ সেরা হয় সেই ১৯৯৬ সালে। কিন্তু গত কয়েক বছরে মাঠে সেই জার্মান জাত্যাভিমানের জেদ কোথাও যেন মিস করেছেন ফুটবলপ্রেমীরা। গতবারের ইউরোয় শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছিল। কোচ বদলেছে। টানা হারের ধাক্কায় গত বছর হান্সি ফ্লিকের হাত থেকে ব্যাটন চলে যায় ৩৬ বছরের জার্মান জুলিয়ান নাগলসমানের কাছে। পারবেন কি তিনি ইউরোয় ২৮ বছর পর জার্মান দর্প ফেরাতে?

আরও পড়ুন-বিজিবিএসের পরিবর্তে এবার শপিং ফেস্টিভ্যাল

এবারের ইউরোর আয়োজক হওয়ায় যোগ্যতা অর্জন পর্বে খেলতে হয়নি। ফলে শক্তির পরীক্ষা দিয়ে প্রস্তুতির সুযোগ ছিল না জার্মানদের কাছে। নাগলসম্যান দায়িত্ব নেওয়ার পর ইউরোর জন্য অবসর ভাঙিয়ে ফিরিয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার টনি ক্রুজকে। ভরসা রাখেন ম্যানুয়েল ন্যয়ার, আন্তোনিও রুডিগার, টমাস মুলার, ইকে গুন্দোগানের মতো সিনিয়রদের উপর। লেরয় সানে, মার্ক টের স্টেগান, জসুয়া কিমিচের মতো তরুণ তারকারা তো ছিলেনই। নতুন করে দল সাজিয়ে সম্প্রতি ফিফা ফ্রেন্ডলিতে ফ্রান্স ও নেদারল্যান্ডসকে হারিয়ে ইউরোর জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নেয় নাগেলসমানের দল। ইউরোর প্রস্তুতিতে সন্তুষ্ট জার্মান কোচ। গ্রুপ ‘এ’-তে স্কটল্যান্ড ছাড়াও জার্মানিকে খেলতে হবে জায়ান্ট কিলার হাঙ্গেরি ও সুইজারল্যান্ডের বিরুদ্ধে।
কোচ নাগেলসমান বলেছেন, ‘‘ঘরের মাঠে আমরা ইউরো খেলব। গ্রুপে সব ম্যাচই কঠিন হবে। চাপ অবশ্যই থাকবে। কিন্তু অনেক বেশি আনন্দও সঙ্গী হবে। মাঠে আমরা ভাল খেলে আনন্দ করতে চাই। তাহলেই আমাদের জন্য টুর্নামেন্ট খুব ভাল যাবে।’’ স্কটল্যান্ডের কোচ স্টিভ ক্লার্ক বলেছেন, ‘‘জার্মানি সবসময় বিপজ্জনক দল। আশা করি, আমরা ওদের কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারব।’’

Latest article