পূর্ব ইউক্রেনে ক্রমশই বাড়ছে রাশিয়ার চাপ, কিয়েভের আবেদন নিয়ে বৈঠকে বসছে ই-ইউ

Must read

প্রতিবেদন : পূর্ব ইউক্রেনে রাশিয়ার চাপ ক্রমশ বাড়ছে। বৃহস্পতিবার রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের দুটি গ্রাম দখল করে নিয়েছে। পাশাপাশি তারা সেখানকার একটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়কেরও দখল নিয়েছে। জাতীয় সড়কের দখল নিয়ে পুতিন বাহিনী চেষ্টা করছে ইউক্রেনের সরবরাহ লাইন বন্ধ করে দিতে। পুতিন বাহিনীর এই হামলায় ইউক্রেনের বড় ধরনের ক্ষতি হয়েছে। রুশ বাহিনী ইউক্রেনের বেশ কিছু এলাকা নিজেদের দখলে আনায় পিছু হটেছে জেলেনস্কি বাহিনী।
এরই মধ্যে বৃহস্পতিবার বৈঠকে বসছেন ইউরোপীয় ইউনিয়নের (European Union) শীর্ষ নেতারা। ই-ইউয়ের অন্তর্ভুক্ত হতে চেয়ে আবেদন করেছিল ইউক্রেন। এই বৈঠকে ইউক্রেনের আবেদনটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে ইউরোপীয় ইউনিয়ন (European Union)। বিশেষজ্ঞরা মনে করছেন, ই-ইউয়ের এই বৈঠকে ইউক্রেনের আর্জি মঞ্জুর হতে পারে। অর্থাৎ ২৭ দেশের এই গোষ্ঠীতে নতুন সদস্য হিসাবে ঠাঁই পেতে পারে ইউক্রেন।

আরও পড়ুন: জেলেই সুকি

দু’দিন আগে খারকিভ শহরে নতুন করে রকেট হামলা চালিয়েছে রুশ সেনা। ইউক্রেনের দাবি, মঙ্গল ও বুধবার রাশিয়ার আক্রমণে রুশ সীমান্তঘেঁষা সে দেশের দ্বিতীয় বৃহত্তম শহরে প্রায় ২২ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এদিনই দক্ষিণ ইউক্রেনের বন্দর শহর মাইকোলিয়েভে মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনা। তবে ওডেসা শহরে রাশিয়ার দুটি মিসাইলকে নিষ্ক্রিয় করে দেয় ইউক্রেনীয় সেনা। এদিন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ জানিয়েছেন, এদিনই তাঁরা আমেরিকার কাছ থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন রকেট সিস্টেম হাতে পেয়েছেন। এজন্য মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনকে ধন্যবাদ জানিয়েছেন রেজনিকভ। অন্যদিকে ইজরায়েল রাশিয়ার বিরুদ্ধে কোনও নিষেধাজ্ঞা জারি না করায় জেরুজালেমের প্রবল সমালোচনা করেছেন জেলেনস্কি। রাশিয়ার এই আগ্রাসনের বিরুদ্ধে ইতিমধ্যেই আমেরিকা-সহ পশ্চিমি দেশগুলি সরব হয়েছে। আসন্ন জি-৭ এবং ন্যাটোর বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে আরও কিছু কঠোর পদক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। চলতি সপ্তাহের শেষে জার্মানিতে হতে চলা জি-৭ বৈঠকে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে পাল্টা জবাব দিতে রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশকে গ্যাস সরবরাহের পরিমাণ কমিয়ে দিয়েছে। এর ফলে জার্মানি, ফ্রান্সের মতো একাধিক দেশে গ্যাসের মজুত তলানিতে এসে পৌঁছেছে। যা তাদের উদ্বেগে রেখেছে। এরই মধ্যে রাশিয়া এদিন তাদের বিরুদ্ধে ওঠা ইউক্রেনের খাদ্যশস্য চুরির অভিযোগ উড়িয়ে দিয়েছে।

Latest article