সংবাদদাতা, দুর্গাপুর : দুর্গাপুর স্টিল প্ল্যান্টের (ডিএসপি) উচ্ছেদ অভিযান নিয়ে বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা ছড়াল দুর্গাপুরে তামলা বস্তি এলাকায়। পাঁচিল দেওয়ার কাজ সূচনা করতেই ডিএসপি কর্তৃপক্ষকে বাধার মুখে পড়তে হয় এলাকাবাসীর। ডিএসপির জমিতে বসবাসকারীরা কাজ বন্ধ করে দেয়।
আরও পড়ুন-রাজ্যপালের তুঘলকি আচরণের প্রতিবাদে সরব প্রাক্তন উপাচার্যরা, বোসকে মানহানির মামলার নোটিশ
এ নিয়ে সিআইএসএফ ও এলাকাবাসীর মধ্যে ধস্তাধস্তি শুরু হলে সিআইএসএফ লাঠি চালায় বলে অভিযোগ। তাতে কয়েকজন আহত হয়। গান্ধী মোড় থেকে মায়াবাজার যাওয়ার রাস্তা অবরোধ করেন এলাকাবাসী। গাছের ডাল ও বাঁশ দিয়ে রাস্তা ঘিরে বিক্ষোভ চলতে থাকে। ক্ষুব্ধ এলাকাবাসী পুনর্বাসনের দাবি করেন। ঘটনাস্থলে আসেন তৃণমূল নেতা বিশ্বনাথ পাড়িয়াল, ধর্মেন্দ্র যাদব প্রমুখ। রাস্তায় আগুন জ্বালিয়ে চলতে থাকে বিক্ষোভ। শেষমেশ পুলিস প্রশাসন ও তৃণমূল নেতাদের আশ্বাসে প্রায় সাত ঘণ্টা পরে বিক্ষোভ উঠে যায়।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সুমনকুমার জয়সওয়াল বলেন, ডিএসপি কর্তৃপক্ষ লোকাল প্রশাসনকে না জানিয়ে এদিন ভূমিপুজো করতে এসেছিল। তা থেকেই গন্ডগোল।