আজ মর্নিংওয়াক নয়, বৈঠকের ওয়ার্মআপ

সোমবার থেকেই ঠাসা কর্মসূচি। তার আগে সকালেই লন্ডনের রাজপথে ওয়ার্মআপে বেরিয়ে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

কুণাল ঘোষ, লন্ডন (মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী): সোমবার থেকেই ঠাসা কর্মসূচি। তার আগে সকালেই লন্ডনের রাজপথে ওয়ার্মআপে বেরিয়ে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাকিংহাম প্যালেসের সামনের রাস্তা হয়ে হাইড পার্ক লন্ডনের ৪ ডিগ্রি কনকনে ঠান্ডায় অক্লেশে হেঁটে চলেছেন মুখ্যমন্ত্রী। তার মাঝে পেরিয়ে এলেন বেশ কিছু ঝিল-রাস্তা-গার্ডেন।
সঙ্গে রয়েছেন কয়েকজন শিল্পপতি, আধিকারিক, সাংবাদিক-সহ বিশিষ্টরা। একটু পরেই লন্ডনে ভারতীয় হাইকমিশনের আমন্ত্রণে তাঁদের অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনই জানা গেল ২৭ মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে বক্তৃতার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ে সঙ্গে উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন-শিন্ডেকে বিশ্বাসঘাতক তকমা ‘সেনা’র অরাজকতা হোটেলে, আক্রান্ত কৌতুকশিল্পী কুণাল কামরা

লন্ডনের বাকিংহাম প্যালেসের সামনের রাস্তায় পায়ে হাওয়াই চটি পরা এক ভারতীয় মহিলাকে অক্লেশে হেঁটে যেতে দেখে অবাক সেখানকার মানুষ। মুহূর্তে তাঁদের মধ্যেও বাংলার মুখ্যমন্ত্রীকে নিয়ে তৈরি হল উৎসাহ। রবিবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছন, ছিল বৃষ্টিভেজা লন্ডন। দিনভর মেঘলা আকাশ। আর আজ মমতা বন্দ্যোপাধ্যায় যখন সপারিষদ ওয়ার্মআপে বেরিয়েছেন, তখন কোথায় বৃষ্টি! ঝকঝক নীলাকাশ। রোদ্দুর উঠেছে। চারিদিক মিষ্টি রোদের ঝলকে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। পৃথিবীর যেখানেই মুখ্যমন্ত্রী যান না কেন, হাঁটা তাঁর মজ্জাগত। এখানেও তার ব্যতিক্রম হয়নি। কনকনে ঠান্ডায় হাইড পার্কে হাঁটতে হাঁটতে আচমকাই জগিং শুরু করলেন মুখ্যমন্ত্রী। তারপর হল ব্যাকওয়াক। শুধু নিজে জগিং করেই ক্ষান্ত হলেন না! তাঁর সঙ্গে থাকা প্রত্যেককে জগিং করিয়ে ছাড়লেন। আর সেখানেই বললেন এটা মর্নিংওয়াক নয় ওয়ার্মআপ। আসলে পরপর টানা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। একটু পরেই ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কী বলেন, সেদিকে তো নজর থাকবেই, সেইসঙ্গে ২৫ মার্চ লন্ডনের শিল্পমহলের সঙ্গে বাংলার শিল্প প্রতিনিধি দলের যে বৈঠক ও পারস্পরিক মত বিনিময় হবে, সেদিকেও তাকিয়ে সকলে। ২৬ মার্চ ফের শিল্পমহলের সঙ্গে বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। সেদিন বি-টু-বি-সহ অন্যান্য বাণিজ্যিক বিষয় নিয়ে আলোচনা হবে শিল্প প্রতিনিধি দলের সঙ্গে।

আরও পড়ুন-বেলগাছিয়া ধস : গুচ্ছ পরিকল্পনা ফিরহাদের

বাংলায় বিনিয়োগের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন রাজ্যকে সব দিক থেকে প্রস্তুত করেছেন, সেইসঙ্গে বিনিয়োগের বিপণনেও কোনও খামতি রাখতে চান না মা-মাটি-মানুষের কান্ডারি।

Latest article