প্রতিবেদন : লিস্টন কোলাসো। ভারতীয় ফুটবল কি তাহলে নতুন তারকা পেয়ে গেল? লিগ যত গড়াচ্ছে, সবুজ-মেরুন জার্সিতে ততই ঝলমলে দেখাচ্ছে গোয়ান তরুণকে। এদিনও লিস্টনের নামের পাশে লেখা রইল একটি গোল ও একটি অ্যাসিস্ট। তাও আবার কখন, যখন দল এক গোলে পিছিয়ে! প্রথমে জনি কাউকোকে দিয়ে গোল করলেন। তারপর বিরতির ঠিক আগে নিজে গোল করে দলকে এগিয়ে দিলেন।
আরও পড়ুন-শহরে এলেন ক্রিকেটাররা
বিরতির পর এটিকে মোহনবাগানের হয়ে আরও একটা গোল করলেন মনবীর সিং। তবে ম্যাচটা তার অনেক আগেই শেষ করে দিয়েছিলেন লিস্টন। এবারের লিগে সাত গোল করা হয়ে গেল বাগানের নয়া তারকার। কোনও অঘটন না ঘটলে, এই সংখ্যাটা নিশ্চিতভাবেই বাড়বে।
লিগের ‘লাস্টবয়’দের বিরুদ্ধে ম্যাচ। তবুও মাঠে নামার আগে রীতিমতো চাপে ছিলেন জুয়ান ফেরান্দো। চোটের জন্য গত কয়েক ম্যাচ ধরে নেই দলের এক নম্বর স্ট্রাইকার রয় কৃষ্ণ। একই কারণে এই ম্যাচে ছিলেন না হুগো বোউমাস, কার্ল ম্যাকহিউ, ডেভিড উইলিয়ামসরা।
আরও পড়ুন-সেনেগালে মানের নামে স্টেডিয়াম
ফলে বিদেশি বলতে জুয়ানের হাতে ছিলেন শুধু তিরি ও কাউকো। তবে বাগান কোচ ভাগ্যবান, তাঁর তূণে রয়েছে লিস্টনের মতো ক্ষুরধার অস্ত্র।
এই জয়ের সুবাদে ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দু’নম্বরে উঠে এল এটিকে মোহনবাগান। খেতাবের স্বপ্ন দেখা শুরু হয়ে গেল বাগানে।