বঙ্গ

চারমাসেও অপরাজিতা বিলে অনুমোদন নেই, প্রতিবাদে রাজপথে মহিলা তৃণমূল

প্রতিবেদন : চারমাসেও অপরাজিতা বিলে (Aparajita Bill) অনুমোদন দিল না কেন্দ্র। এর প্রতিবাদে পথে নামল মহিলা তৃণমূল কংগ্রেস। শনিবার উত্তর কলকাতায় রাজ্যের মন্ত্রী ডাঃ শশী পাঁজার নেতৃত্বে প্রতিবাদ মিছিল করলেন তাঁরা। রামলীলা ময়দান থেকে শুরু হয়ে মিছিল গিয়ে শেষ হয় সিআইটি রোডের লেডিজ পার্কে। মিছিলে নেতৃত্ব দেন মন্ত্রী ডাঃ শশী পাঁজা, কাউন্সিলর মীনাক্ষী গঙ্গোপাধ্যায়, তৃণমূলনেত্রী স্মিতা বক্সি-সহ অন্যরা। অপর মিছিলটিতে নেতৃত্ব দেন মহিলা তৃণমূলের সভানেত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ছিলেন চৈতালি চট্টোপাধ্যায়, প্রিয়দর্শিনী হাকিম-সহ অন্যরা। মিছিল থেকে অপরাজিতা বিলে দ্রুত অনুমোদনের দাবি তোলেন তাঁরা।

আরও পড়ুন-কৃষিতে বাংলা হচ্ছে এক নম্বর, নবান্ন নীতি-নির্ধারণ বৈঠকে শোভনদেব

শশী পাঁজা বলেন, রাজ্যের মহিলাদের নিরাপত্তা ও ক্ষমতায়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপ নিয়েছেন তা গোটা দেশের অনুসরণ করার মতো। এতে মহিলাদের প্রতি অসম্মানজনক কাজে অভিযুক্তদের জন্য কড়া শাস্তির সওয়াল করা হয়েছে। বিশেষ আদালত বসিয়ে দ্রুত বিচারের সুযোগ থাকছে। সেই সঙ্গে ফাঁসির মতো সর্বোচ্চ শাস্তিরও ব্যবস্থা রাখা হয়েছে এই বিলে। যে বিচারের সুযোগ ন্যায় সংহিতায় উল্লেখ নেই। তা সত্ত্বেও চারমাস কেটে গেলেও এই বিল রাষ্ট্রপতির অনুমোদন মিলছে না বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় সরকার যে রাজ্যের মহিলাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে না বলেও অভিযোগ তাঁর। দেশের সামগ্রিক নারী নিরাপত্তার আসল ছবিটা তুলে ধরে কেন্দ্রীয় সরকারের দুর্বল নীতিকেও নিশানা করেন রাজ্যের মন্ত্রী। তাঁর অভিযোগ, ১৭৭টি দেশের মধ্যে নারী নিরাপত্তায় ভারতের স্থান এখন ১২৮ নম্বরে। এর থেকেই প্রমাণিত বিজেপির শাসনে ভারতীয় নারীরা কতটা সুরক্ষিত! তাঁর দাবি, মহিলাদের প্রতি অসম্মান কোনও রাজ্যেই কাম্য নয়। সব ক্ষেত্রেই প্রতিবাদ হওয়া দরকার। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের আনা এই অপরাজিতা বিল আইনে পরিণত হলে তা শাস্তি দেওয়ার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কেন্দ্রের অনুমোদনের অভাবে আজও একে আইন বলা যাচ্ছে না, বিল বলতে হচ্ছে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

14 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

37 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

41 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

50 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

55 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

1 hour ago