প্রতিবেদন : বিজেপির আরও এক কীর্তি সামনে এসেছে। আসলে বিজেপি যে কুকীর্তি করে মানুষে-মানুষে দ্বন্দ্ব ও লড়াই লাগিয়ে দিয়ে তাতে রাজনীতির রুটি স্যাঁকে ফের তা প্রমাণিত হয়ে গেল। নিজেরাই ভাঙচুর করে, যার ফলে বজরংবলীর মূর্তিও মাটিতে গড়াগড়ি খায় আর তার জেরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে সমাজে। দিল্লির ভজনপুরা এলাকায় রাস্তা চওড়া করার নামে ভাঙচুর চালানো হয়েছে। রেয়াত করা হয়নি কিছুই। ফলস্বরূপ ওই এলাকায় সামাজিক সমস্যা তৈরি হয়েছে। কেউই বিষয়টি মেনে নিতে পারছেন না।
আরও পড়ুন-দিনের কবিতা
পরিস্থিত যাই হোক না কেন, শুধুমাত্র রাজনৈতিক ডিভিডেন্ড ঘরে তোলার জন্য এধরনের বুলডোজার নীতি মানছে না ভজনপুরাবাসী। বিজেপি ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল যেসব জায়গায় ঝুপড়ি রয়েছে সেখানে পাকা বাড়ি করে দেবে। অথচ ভোট শেষে সরকার গড়তেই সেই প্রতিশ্রুতি ভুলে নিজেদের বুলডোজার নীতিই জারি রেখেছে। ফলে পাকা বাড়ি তো হয়ইনি বরং বুলডোজার বজরংবলীর মূর্তির সঙ্গে ভেঙেছে মানুষের বিশ্বাসও। যা ফিরে পাওয়া যথেষ্ট কঠিন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সব দেখেও কেন চুপ রয়েছেন? প্রশ্ন ভজনপুরা ও দিল্লিবাসীর।