প্রতিবেদন : বাংলাদেশি অনুপ্রবেশকারী ঠেকানো আসলে অজুহাত। বিজেপির মূল উদ্দেশ্য, বাংলা ও বাংলার সংস্কৃতিকে দেশের মানচিত্র থেকে মুছে ফেলা। কারণ, জুমলাবাজ স্বৈরাচারী বিজেপির অপশাসনে বাংলাভাষী হিন্দুরাও সুরক্ষিত নন। হিন্দু মতুয়া হওয়া সত্ত্বেও ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে পুলিশের হাতে আটক ও অত্যাচারিত ৬ শ্রমিকই তার জলন্ত উদাহরণ! স্বৈরাচারী বিজেপির (shame on bjp) বাংলাবিদ্বেষের প্রতিবাদে গর্জে উঠেছে তৃণমূল কংগ্রেস। রাজপথে নেমেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুণেতে নির্মাণের কাজ করতে যাওয়া উত্তর ২৪ পরগনার বাসিন্দা মতুয়া সম্প্রদায়ের একই পরিবারের ৬ সদস্যকে সম্প্রতি আটক করেছে বিজেপির উর্দিধারী লেঠেলরা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সই-করা মতুয়া মহাসংঘের কার্ড থাকা সত্ত্বেও তাঁদের রেয়াত করেনি অত্যাচারী বিজেপি-পুলিশ। আসলে বকেয়া-বরাদ্দ আটকে ও লাগাতার বঞ্চনা চালিয়েও বাংলাকে বাগে আনতে পারেনি জুমলাবাজ কেন্দ্রের সরকার। তাই এবার গাত্রদাহ মেটাচ্ছে বাংলাভাষীদের উপর মানবিক নির্যাতন-নিপীড়ন ও বিতাড়নের মাধ্যমে।
আরও পড়ুন- নির্যাতিতার মৃত্যুর পরই প্রতিবাদে উত্তাল ওড়িশা
বাংলা ও বাঙালিদের প্রতি বিজেপি কতটা অমানবিক, তার প্রমাণ মেলে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কথাতেও। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযানের নামে অসমে বেছে বেছে অত্যাচার চালানো হচ্ছে হিন্দু বাঙালিদের উপর।