প্রতিবেদন : বিবাহবিচ্ছেদের পরও স্ত্রীকে দেখার দায়িত্ব স্বামীর। যদি স্বামী ভিখারি হন সেক্ষেত্রেও মিলবে না রেহাই। সম্প্রতি এক বিবাহবিচ্ছেদ মামলায় এমনই পর্যবেক্ষণ পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের। জানা গিয়েছে, বিবাহবিচ্ছেদের পর সম্প্রতি আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক তরুণী।
এরপরই নিম্ন আদালত জানিয়ে দেয় প্রতি মাসে ৫ হাজার টাকা করে খোরপোশ দিতেই হবে স্বামীকে। কিন্তু খোরপোশের কথা শুনেই বেঁকে বসেন স্বামী। জানান, স্ত্রীকে খোরপোশ দিতে পারবেন না। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন। কিন্তু পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট মামলা খারিজ করে সাফ জানিয়ে দেয় তেমন হলে ভিক্ষা করেও খোরপোশ দিতেই হবে স্বামীকে।