বিমানের মতো নিয়ম এবার রেলেও, বেশি লাগেজ নিলেই গুনতে হবে জরিমানা

যাত্রীরা বেশি লাগেজ নিয়ে ট্রেনে উঠলেই গুনতে হবে জরিমানা৷ ঘুরপথে এভাবেই যাত্রীদের পকেট কাটার ব্যবস্থা করছে রেল।

Must read

প্রতিবেদন : বিমানের মতো লাগেজ নীতি এবার রেলেও৷ যাত্রীরা বেশি লাগেজ নিয়ে ট্রেনে উঠলেই গুনতে হবে জরিমানা৷ ঘুরপথে এভাবেই যাত্রীদের পকেট কাটার ব্যবস্থা করছে রেল। কোভিডের সময়ে প্রথম কোপ পড়েছিল প্রবীণদের উপর। ষাটোর্ধ্বদের টিকিটে ছাড় সেই যে বন্ধ করেছিল রেল, এখনও চালু করেনি। জানা যাচ্ছে, পাকাপাকিভাবে প্রবীণ নাগরিকদের ভাড়া-ভরতুকি বন্ধই করে দিল রেল। এবার যাত্রীদের মালের উপরেও বাড়তি ভাড়ার বোঝা চাপানোর ফাঁদ পাতা হয়েছে।

আরও পড়ুন-গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে কর্মশালা

ফলে ট্রেনে চেপে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে আগে জেনে নিন, নতুন নিয়মটি ঠিক কী। নাহলে চড়া জরিমানা দিতে হবে৷ কারণ, যাত্রীদের লাগেজ নিয়ে কড়া সিদ্ধান্ত নিয়েছে রেল। কেউ যদি তাঁর টিকিটের অনুপাতে অতিরিক্ত মালপত্র, বাক্সপ্যাঁটরা নেন, তাহলে জরিমানা বাবদ বাড়তি টাকা দিতে হবে। সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুন মাস থেকেই লাগেজের ব্যাপারে নয়া নিয়ম লাগু করা হচ্ছে। এবার থেকে অতিরিক্ত লাগেজ বহন করার জন্য আগাম বুকিং করতে হবে। বুকিং না-করে নির্দিষ্ট ওজনের চেয়ে বেশি মালপত্র কামরায় তুললে গুনতে হবে ছ’গুণ বেশি জরিমানা। রেলমন্ত্রকও এই বিষয়ে ট্যুইট করেছে। ট্রেন সফরের সময় অতিরিক্ত ব্যাগেজ না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তাতে। বলা হয়েছে, লাগেজ বেশি হলে যাত্রার উপভোগ অর্ধেক হয়ে যায়। বেশি লাগেজ নিয়ে ট্রেনে ভ্রমণ করবেন না।

আরও পড়ুন-ডেঙ্গু ও ম্যালেরিয়া রুখতে প্রচার

অতিরিক্ত লাগেজের জন্য পার্সেল অফিসে গিয়ে আগাম বুকিং করুন। রেলের নতুন নিয়ম অনুসারে, স্লিপার ক্লাসে একজন যাত্রী অতিরিক্ত অর্থ না-দিয়ে ৪০ কেজি পর্যন্ত লাগেজ নিতে পারবেন। দ্বিতীয় শ্রেণিতে এই মাপ ৩৫ কেজি। সেক্ষেত্রে এসি প্রথম শ্রেণির যাত্রীরা ৭০ কেজি পর্যন্ত মালপত্র কোনও খরচ ছাড়া নিতে পারবেন। নতুবা বিমান পরিষেবার মতো অতিরিক্ত লাগেজ চার্জ দিতে হতে হবে যাত্রীদের। প্রশ্ন উঠছে, রেলের উদ্দেশ্য নিয়ে। কারণ, সাধারণ খেটে খাওয়া মানুষ, পরিযায়ী শ্রমিক, এঁরাই মূলত দ্বিতীয় শ্রেণি এবং স্লিপার ক্লাসে যাতায়াত করেন। অনেক সময় বাধ্য হয়েই তাঁদের বেশি মালপত্র নিতে হয়। নয়া লাগেজ নীতির নামে এসিতে চড়া অর্থবানদের ছাড় দিয়ে গরিবগুর্বোর উপর ফের আর্থিক হামলা চালাল মোদির সরকার

Latest article