শীত না এলেও তাপমাত্রা বাড়বে না

বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও ভারী বৃষ্টি হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কারই থাকবে।

Must read

প্রতিবেদন : এখনই শীতের প্রবেশ ঘটছে না বাংলায় তবে তাপমাত্রা বাড়ারও কোনও সম্ভাবনা নেই এই মুহূর্তে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও ভারী বৃষ্টি হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কারই থাকবে। উত্তরবঙ্গের আবহাওয়াও মূলত পরিষ্কার থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় কোথাও কোথাও সকালের দিকে কুয়াশা বা ধোঁয়াশা দেখা দিচ্ছে।

আরও পড়ুন-ফিরহাদের বক্তব্য নিয়ে অকারণ বিতর্ক

মূলত পশ্চিমি ঝঞ্ঝার কারণে উত্তরে হাওয়া ঢুকতে বাধা পাচ্ছে বাংলায়। ভোর ও রাতের দিকে হালকা শীত অনুভূত হলেও রাতের তাপমাত্রা খুব একটা কমবে না। ২৫ নভেম্বরের পর থেকে শীতের প্রবেশ হতে পারে। বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত দানা বেঁধেছে। যদিও তার প্রভাব বাংলায় পড়বে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যা দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত।

Latest article