এসআইআর হলেও বিজেপি গো-হারান হারবে : শোভনদেব

মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের রক্তদান শিবিরে। খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরে দেখা যাচ্ছে ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছে।

Must read

সংবাদদাতা, বর্ধমান : ‘এসআইএর হলেও বিজেপি এখানে গো-হারান হারবে। দল রিভিউ করছে। কোনও বৈধ ভোটারের নাম বাদ গেলে ছেড়ে কথা বলা হবে না।’ খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এটাই প্রতিক্রিয়া রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের রক্তদান শিবিরে। খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরে দেখা যাচ্ছে ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছে। এটা সম্পূর্ণ বাদ যাবে না, দাবি মন্ত্রীর। কারণ, আমরা এসআইআর-এর কাজ করেছি, তার সম্পূর্ণ রিপোর্ট দলের কাছে আছে। আমরা আগেই ‘দিদির দূত’ অ্যাপে আপলোড করে দিয়েছি। এখান থেকে কিছু ত্রুটি বার হলে সেটা আমরা ধরে নেব। এই যে প্রক্রিয়া এটা সঠিক না বেঠিক এই মুহূর্তে কোনও মন্তব্য করব না।

আরও পড়ুন-বড়দিনে আসছে মিতিন মাসি, শীতের সন্ধ্যায় ট্রেলার লঞ্চ

খসড়া তালিকা প্রকাশের পর বিজেপি অনেক জায়গায় দেওয়াল লিখন শুরু করেছে প্রার্থীর নাম বাদ দিয়ে। এ নিয়ে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, ওরা অনেক চেষ্টা করেছিল, প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করেছে। ওরা সব মন্ত্রীকে এনেছিল। যেখানে এই ধরনের মুখ্যমন্ত্রী আছে, বিজেপি আবার গো-হারা হারবে। ওঁর অল্টারনেটিভ কেউই নেই। কারণ তিনি ৯৫টা প্রকল্প চালাচ্ছেন। তাই ওঁকেই সবাই চায়।
রক্তদান শিবিরে শোভনদেব ছাড়াও আরেক মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক খোকন দাস ও সংগঠনের সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় ছিলেন।

Latest article