নবান্ন অভিযান নিয়ে কলকাতা হাইকোর্টের (Kolkata HIghcourt) নির্দেশ অমান্য করলে পুলিশ কড়া পদক্ষেপ নিতে পারবে এই সতর্কবার্তা আগেই দেওয়া হয়েছিল। শনিবার শহরজুড়ে অশান্ত পরিস্থিতি তৈরি করা হয় প্রতিবাদের নামে। এরপরেই সাতটি এফআইআর দায়ের করেছে পুলিশ। তবে এখনও গ্রেফতার করা হয় নি। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা সবরকম তদন্তের আশ্বাস দিলেন।
নগরপাল জানান, ”এখনও পর্যন্ত সাতজনের বিরুদ্ধে এফআইআর হয়েছে। গ্রেফতারির সংখ্যাটা পাইনি। তদন্ত করে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে হবে কারা হাইকোর্টের অর্ডার অমান্য করেছে।” শুভেন্দু অধিকারীর বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, ”পুরোটাই তদন্তের আওতায় এবং এই বিষয়ে এই মুহূর্তে কোনরকম কথা বলা উচিত নয়।”
আরও পড়ুন-নবান্ন অভিযানের নামে অসভ্যতা! বিজেপি নেতাদের বিরুদ্ধে পুলিশের এফআইআর
পার্ক স্ট্রিট মোড়ের কিছুটা আগেই বড় ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দিয়েছিল পুলিশ। কয়েকজন বিজেপি কর্মী মিছিলের আগে হঠাৎ ছুটে গিয়ে ব্যারিকেডে ধাক্কাধাক্কি শুরু করেন। মিছিল ব্যারিকেড পর্যন্ত পৌঁছলে পরিস্থিতি উত্তপ্ত হবে বুঝে পুলিশ তৎপরতা বাড়ায়। এর মাঝেই তাঁকে মারধরের অভিযোগ করেন আরজি করের নির্যাতিতার মা। তিনি জানান, তাঁর কপালে এবং পিঠে চোট লেগেছে। এই প্রসঙ্গে মনোজ ভার্মা বলেন, ”যে ঘটনা ঘটেছে সেটা একদমই কাম্য নয়। নির্যাতিতার মা যে অভিযোগ করেছেন সেটা অত্যন্ত গুরুত্ব দিয়ে পুলিশ দেখছে। যাঁরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ যদি আসে, অবশ্যই তদন্ত করে দেখা হবে। অভিযোগ যদি না-ও পাই, আমরা (কলকাতা পুলিশ) স্বতঃপ্রণোদিত ভাবে পুরো ঘটনার তদন্ত করব। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।’’